শুক্রবার, নভেম্বর ৮, ২০২৪
প্রচ্ছদবিনোদন সময়সন্তানদের সৌন্দর্য্য সম্পর্কে প্রশংসা করতে বললেন ক্লেগ

সন্তানদের সৌন্দর্য্য সম্পর্কে প্রশংসা করতে বললেন ক্লেগ

579041d Politicsবাবা-মায়েদের উচিত সন্তানদের সৌন্দর্য্য নিয়ে প্রচুর প্রশংসা করা- বলেছেন ব্রিটেনের উপ-প্রধানমন্ত্রী নিক ক্লেগ। মি. ক্লেগ বলেন, তিনি নিয়মিত তার তিন সন্তানকে বলেন, তারা অনেক বুদ্ধিমান, সুন্দর এবং চমৎকার। এদিকে কদিন আগেই তার দলের আরেক মন্ত্রী জো সুইনসন বলেছিলেন, যেসব বাবা-মা সন্তানদের বাহ্যিক সৌন্দর্য্য কিংবা সুন্দর চুলের প্রশংসা করেন, তারা বাচ্চাদেরকে এই বার্তা দিচ্ছেন যে, জীবনে সফল হওয়ার জন্য সুন্দর দেখানোটাই সবচে গুরুত্বপূর্ণ। সম্প্রতি লন্ডন ৯৭.৩ রেডিও শোতে অংশ নিয়ে সুইনসনের সেই বক্তব্যের ব্যাখ্যা দেন মি. ক্লেগ। তার ভাষায়, সুইনসন এটা বলেন নি যে, সন্তানদের সৌন্দর্য্যের প্রশংসা করা যাবে না। তিনি বরং বলতে চেয়েছেন, সৌন্দর্য্যের পাশাপাশি পড়াশোনার মতো বিষয়গুলোতেও তাদের প্রশংসা করা উচিত।

আরও পড়ুন

সর্বশেষ