শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
প্রচ্ছদআরো খবর......পঁচিশে মার্চের ঢাকা শহর - সেলিনা হক

পঁচিশে মার্চের ঢাকা শহর – সেলিনা হক

ঘুমিয়ে ছিল মানুষ যখন শহর জুড়ে,
নীরবে নিঃশব্দের চাদর মুড়ে।
এলো পঁচিশে মার্চের ভয়ালরাত,
রাতের আঁধারে ঝাঁপিয়ে পড়ে,
নিরীহ, নিরস্ত্র বাঙালিকে র্নিবিচারে হত্যা করে।
শুরু হয় অপারেশন সার্চলাইট
বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস, শিক্ষকদের আবাস
পিলখানা, ইপিআর ব্যারাকসহ রাজারবাগ পুলিশ লাইন
সর্বত্র চালায় অর্তকিত আক্রমন, হত্যাযদ্ধ,
সেদিন ছিলনা কোন মানবতা বিরোধী আইন,
আগুনের লেলিহান শিখা হতে,
রেহাই পাইনি ঐ রাতে,
বস্তিবাসী, রিক্সাওয়ালা, এমন কি ঘুমিয়ে থাকা
ফুটপাতের মানুষগুলো।
রাজপথে জলপাই রঙ ট্যাংক, আর্মির কনভয়
আর ভারী বুটের শব্দে,
চেনা শহর পরিনত হয়, ভীত সন্ত্রস্ত্র এক জনপদে।
মটার শেলের গুলির শব্দ, কামানের গুড়–ম গুড়–ম আওয়াজ
মানুষের চিৎকার, বেঁচে থাকার আর্তনাদে
থর থর করে কেঁপে ওঠে পুরো শহর
নিমিশেই মৃত্যুর হিমশীতল স্পর্শে
নিথর নিস্তব্ধ হয়ে যায় ঢাকা শহর।

আরও পড়ুন

সর্বশেষ