শনিবার, মে ১৮, ২০২৪
প্রচ্ছদআরো খবর......কেনিয়ায় আল-শাবাবের বিরুদ্ধে সেনা অভিযান শুরু

কেনিয়ায় আল-শাবাবের বিরুদ্ধে সেনা অভিযান শুরু

ইন্টারন্যাশনাল ডেস্কঃ (বিডি সময় ২৪ ডটকম)

কেনিয়ায় দেশটির সেনাবাহিনী আল শাবাব অবরুদ্ধ শপিং মলে সেনা অভিযান শুরু করেছে। গত শনিবার কেনিয়ার রাজধানী নাইরোবির ওয়েস্টগেট শপিং মলে বন্দুকধারীরা হামলা চালায়। আল-কায়েদা সমর্থিত সশস্ত্র সংগঠন আল-শাবাব এই হামলার দায় স্বীকার করেছে। হামলায় অন্তত ৬৮ জন নিহত হয়েছে। হামলার পর শপিং মল অবরুদ্ধ করে রাখে আল-শাবাব। এদিকে বিবিসি এক বিবৃতিতে জানায়, সোমবার সেখানে অভিযান শুরু করেছে সেনাবাহিনী।

অন্যদিকে, কেনিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জোসেফ ওলে লেনকু নিশ্চিত করে বলেন, অভিযানে অন্তত দুই আল-শাবাব সদস্য নিহত হয়েছে। তাছাড়া, অভিযান শুরুর পর ‍শপিং মলটির ভেতর থেকে গুলি এবং বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে। তবে, শপিং মলটির ভেতরে এখনো বেসামরিক কেউ অবরুদ্ধ আছেন কি না সেই বিষয়ে কিছু বলেননি মন্ত্রী লেনকু।

দেশটির একজন পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, ভেতর থেকে কয়েকজন জিম্মিকে উদ্ধার করা হয়েছে। টেলিভিশনের ‍ফুটেজে দেখা যায় শপিং মলটির ভেতরে অস্ত্র হাতে প্রবেশ করছেন কেনিয়ার সেনা সদস্যরা। ধারণা করা হচ্ছে ভেতরে অন্তত ১০ আল-শাবাব সদস্য রয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ