শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
প্রচ্ছদআরো খবর......ডিজিটাল ট্রান্সফরমেশনের জন্য সাইবার সিকিউরিটি জোরদারের আহবান

ডিজিটাল ট্রান্সফরমেশনের জন্য সাইবার সিকিউরিটি জোরদারের আহবান

oracle One World 2019_1ডিজিটাল  ট্রান্সফরমেশনের জন্য সর্বোচ্চ সাইবার সিকিউরিটি পলিসি নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন  দেশি-বিদেশি আই টি এক্সপার্ট ও স্থানীয় ব্যবসায়িরা। রাজধানীর গুলশান ক্লাবে যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান ওয়ান ওয়ার্ল্ড ইনফোটেক ও বিশ্বখ্যাত আইটি প্রতিষ্ঠান ওরাকল আয়োজিত ডিজিটাল  ট্রান্সফরমেশন ও সাইবার নিরাপত্তা শীর্ষক এক সেমিনারে বক্তৃতাকালে এ আহবান জানান তাঁরা।  সেমিনারে বক্তব্য রাখেন ওরাকল সলিউশনের পরিচালক পাইজিট অংসংসার্ন, সি মুন ফু, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থ প্রতিম দেব ও ওয়ান ওয়ার্ল্ড ইনফোটেকেন গ্লোবাল ডিরেক্টর মারুফ আহমেদ। ওয়ান ওয়ার্ল্ড ইনফোটেকের গ্লোবাল ডিরেক্টর মারুফ আহমেদ জানান, প্রতিযোগিতামূলক এ বিশে^ ডিজিটাল ট্রান্সফরমেশনের যেমন বিকল্প নেই ঠিক তেমনি এর সুফল ভোগ করতে হলে প্রয়োজন যথাযথ সাইবার নিরাপত্তা।
সামিটে বক্তারা বাংলাদেশের মত উন্নয়নশীল দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় সর্বোচ্চ সাইবার সিকিউরিটি পলিসি নিশ্চিত করা জরুরি বলে মন্তব্য করেন। দিনব্যাপী এ তথ্য-প্রযুক্তি বিষয়ক  সেমিনারে  দেশি-বিদেশি আইটি এক্সপার্ট ছাড়াও দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষকর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন

সর্বশেষ