বৃহস্পতিবার, মে ২৩, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনদলের মধ্যে কোন বিভাজন, বিদ্বেষ বিরোধ নেই : আ.জ.ম নাছির

দলের মধ্যে কোন বিভাজন, বিদ্বেষ বিরোধ নেই : আ.জ.ম নাছির

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর অনুসৃত মিশন-ভিশন বাস্তবায়নে পরীক্ষিত নেতাকর্মীদের প্রাধান্য দিচ্ছেন। তাই সদস্য নবায়ন ও সদস্য সংগ্রহ কোন আনুষ্ঠানিকতা নয়। এটা ত্যাগী ও পরীক্ষিত নেতা-কর্মীদের যাচাই-বাছাইয়ের মিলন সন্ধিক্ষণ। এ জন্য কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী যারা মাঠ পর্যায়ে কাজ করছেন তাদেরকে এ যাচাই বাছাই প্রক্রিয়াই কঠিন দায়িত্ব পালন করতে হবে। গতকাল ১৬নং চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে কাতালগঞ্জস্থ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সদস্য নবায়ন ও সদস্য সংগ্রহ অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্যে তিনি একথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেছেন, দলের মধ্যে কোন বিভাজন, বিদ্বেষ বিরোধ নেই। তবে মত ভিন্নতা থাকতে পারে। ভিন্নমতের সমন্বয়ের মধ্য দিয়ে দলের সাংগঠনিক শক্তিকে বৃদ্ধি করতে হবে। কোন ক্ষেত্রেই বিতর্কিত এলাকায় চিহ্নিত সন্ত্রাসী চাঁদবাজদের দলে স্থান দেওয়া যাবে না। এলাকায় যারা পরিচিত ও গ্রহণযোগ্য সকল শ্রেণি পেশার মানুষকে এ সদস্য নবায়ন ও সংগ্রহ প্রক্রিয়ায় অংশগ্রহণ করাতে হবে। তিনি এ সদস্য নবায়ন ও সদস্য কার্যক্রম এ মাসের মধ্যেই সম্পন্ন করে ওয়ার্ডের নতুন সম্মেলন করার প্রস্তুতি গ্রহণ করার নির্দেশনা দেন। ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোজাহেরুল ইসলামের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এড. সুনীল কুমার সরকার, মহানগর আওয়ামী লীগের সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম ফারুক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আবদুল লতিফ টিপু, হাজী বেলাল আহমেদ, থানা আওয়ামী লীগৈর আনছারুল হক, ওয়ার্ড কাউন্সিলর সাঈদ গোলাম হায়দার মিন্টু, ওয়ার্ড আওয়ামী লীগের মো: নাজিম উদ্দিন, আবুল মাসুদ, আবুল খায়ের বাচ্চু, নোমান চৌধুরী, হাজী সেলিম রহমান প্রমুখ। পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন খালেদ জামাল। প্রেস বিজ্ঞপ্তি

আরও পড়ুন

সর্বশেষ