বুধবার, এপ্রিল ১৭, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনশাহ আমানত বিমান বন্দরে যাত্রীর পেটের ভেতর ২৪ লাখ টাকার স্বর্ণ

শাহ আমানত বিমান বন্দরে যাত্রীর পেটের ভেতর ২৪ লাখ টাকার স্বর্ণ

শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে শারজাহ থেকে আসা জামাল উদ্দিন নামের এক যাত্রীর শরীর এক্স-রে করে ২৪ লাখ টাকার স্বর্ণ পেয়েছে কাস্টম কর্মকর্তারা। ৯ মার্চ সকাল আটটায় এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে তিনি চট্টগ্রাম আসেন। চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী কমিশনার মো. নূর উদ্দিন মিলন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে জি ৯-৫২৬ ফ্লাইটে ওই যাত্রী চট্টগ্রামে আসার পর তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে চ্যালেঞ্জ করা হয়। এ সময় তিনি সব অস্বীকার করেন। এরপর তাকে পুলিশের সহায়তায় নগরের একটি বেসরকারি রোগ নিরূপণ কেন্দ্রে এক্স-রে করা হয়। যেখানে পায়ুপথে ধাতব পাতের অস্তিত্ব ধরা পড়ে। এরপর তাকে সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতিনিধিদের উপস্থিতিতে কাস্টম হলের একটি টয়লেটে ঢোকালে শরীরে ৬টি স্বর্ণের বার পাওয়া যায়, যার ওজন ৬০ তোলা।

কাস্টমস কর্মকর্তা জহিরুল হক বলেছেন, এক পর্যায়ে তাকে একটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গিয়ে এঙরে পরীক্ষা করানো হয়। এঙরেতে তার পেটের ভেতর একাধিক স্বর্ণের বার থাকার বিষয়টি ধরা পড়ে। এটা নিশ্চিত হওয়ার পরই তাকে বাথরুমে নিয়ে গিয়ে বিশেষ কায়দায় স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়েছে বলে জানান এ কর্মকর্তা। জহিরুল হক বলেন, এই প্রথম সে অবৈধভাবে স্বর্ণ পাচার কাজ করেছে বলে আমাদের জানিয়েছে। এ স্বর্ণ উদ্ধারের ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানান পতেঙ্গা থানার ওসি উৎপল বড়ুয়া। এর আগে চলতি মাসের ৩ তারিখে নগরীর কোতোয়ালী থানাধীন সিআরবি ও মীরসরাই এলাকায় পৃথক ঘটনায় ৭শ’ স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। পৃথক দুটি প্রাইভেট কার থেকে এসব স্বর্ণের বার উদ্ধার করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ