শনিবার, এপ্রিল ২০, ২০২৪
প্রচ্ছদটপআ' লীগ প্রতিশোধপরায়ণ হয়ে জিয়ার নাম নিশ্চিহ্ন করার ঘৃণ্য কর্মে মেতে উঠেছে...

আ’ লীগ প্রতিশোধপরায়ণ হয়ে জিয়ার নাম নিশ্চিহ্ন করার ঘৃণ্য কর্মে মেতে উঠেছে : রিজভী

আওয়ামী লীগ ‘প্রতিশোধপরায়ণ হয়ে, প্রতিহিংসা মেটাতে’ সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নাম ও কবরকেও নিশ্চিহ্ন করার ঘৃণ্য কর্মে মেতে উঠেছে বলে অভিযোগ করেছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে ঘটনার প্রেক্ষাপট তুলে ধরতে গিয়ে বিএনপির এই জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, সোমবার মন্ত্রিসভার বৈঠকে ‘জিয়া স্মৃতি জাদুঘর’কে ‘মুক্তিযোদ্ধা স্মৃতি জাদুঘরে’ রূপান্তরের জন্য প্রস্তাব এনেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। পরদিন মঙ্গলবার নামফলক কালি দিয়ে মুছে দিয়েছে ক্যাডাররা।

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নেতা আবদুর রহিম শামীম ও নগর ছাত্রলীগের সহসম্পাদক রাহুল দাশের নেতৃত্বে দুপুর ১২টার দিকে নগরীর কাজীর দেউড়িতে জিয়া স্মৃতি জাদুঘরের নাম পরিবর্তনের দাবিতে মানববন্ধন শেষে ‘জিয়া স্মৃতি জাদুঘর’-এর নামফলকে কালিলেপন করে, যা একটা শুধু একটা নোংরামিই নয়, কাপুরুষতা। শাসকশক্তির পৃষ্ঠপোষকতায় দেশের স্বাধীনতার ঘোষক ও একজন বীর মুক্তিযোদ্ধাকে অপমান করার অর্থই হলো মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে অপমান করা।’

আওয়ামী লীগ কখনোই স্বাধীনতা চায়নি মন্তব্য করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আরো বলেন, ‘স্বাধীনতা নিয়ে আওয়ামী নেতৃবৃন্দের দ্বিধা সর্বজনবিদিত। এই কারণে রাজনৈতিক সিদ্ধান্তহীনতায় একজন মেজর জিয়া যখন হতাশাগ্রস্ত জাতির সামনে স্বাধীনতার ঘোষণা দিয়ে ঘুরে দাঁড়ানোর স্পর্ধিত বার্তা দেন, তখন ওরা হতবাক, ক্ষুব্ধ ও অনুশোচনাগ্রস্ত হয়ে পড়ে।’

‘আওয়ামী জোট ক্ষমতা দখলের পর অবৈধ সরকার হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছে’ দাবি করে রিজভী বলেন, ‘এই হিংসুক সরকার বাংলাদেশের মানুষের ভালোবাসা আর আবেগের উৎস স্বাধীনতার মহান ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়াউর রহমান বীরউত্তমকে নিয়ে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। শেরেবাংলা নগর থেকে শহীদ জিয়ার মাজার সরিয়ে ফেলার নীলনকশা বাস্তবায়ন শুরু করার পর এবার চট্টগ্রামে জিয়া স্মৃতি জাদুঘর দখল করতে মাঠে নেমেছে।’

বিএনপির এই নেতা আরো বলেন, ‘জোর করে কোনো কিছু চাপিয়ে দিলেও হৃদয়ের ওপর কোনো হুকুম চলে না। জিয়াউর রহমান কেবল কোনো ব্যক্তি নন, তিনি জাতীয়তাবাদী দর্শন ও আদর্শের পিতা। জনগণের প্রেরণার উৎস। তাঁর নাম বাংলাদেশের মানুষের হৃদয়ে গেঁথে রয়েছে। কোনো ষড়যন্ত্র তাঁকে বাংলাদেশের মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন করে দিতে পারবে না।’

সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, আবুল খায়ের ভূঁইয়া, সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ