শনিবার, এপ্রিল ২০, ২০২৪
প্রচ্ছদআরো খবর......বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের টয়েলেটে পেঁচা, আতঙ্কে কর্মকর্তা-কর্মচারীরা

বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের টয়েলেটে পেঁচা, আতঙ্কে কর্মকর্তা-কর্মচারীরা

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) চট্টগ্রাম কেন্দ্রের মূল ভবনের তৃতীয়তলার একটি টয়লেট রুমে বড় সাইজের একটি পেঁচা ঢুকে পড়েছে। ১০ ফেব্রুয়ারি সকাল থেকে পেঁচাটি ওই টয়েলেটে অবস্থান করছে। ফলে পেঁচা আতঙ্কে ওই টয়লেট ব্যবহার বন্ধ করে দিয়েছে কর্মকর্তা ও কর্মচারীরা। এমনকি টয়লেট সংলগ্ন অফিস রুমে একাকী বসতেও ভয় করছে বলেও জানান তারা।

বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার সত্ত্বে বলেন, পেঁচাটা কিভাবে টয়লেটে ঢুকে পড়েছে জানিনা। তবে সকালে অফিসে এসে টয়লেটে গিয়ে পেঁচাটি দেখতে পাই। ভয়ে টয়লেট না সেরে দৌঁড়ে পালিয়ে আসি। পরে অফিসের অন্যদের বিষয়টি জানানোর পর সবাই দুর থেকে অনেক চেষ্টা করেও পেঁচাটি তাড়াতে পারেনি। পেঁচার ভয়ে আজ সারাদিন টয়লেট এবং পাশের রুমটি বন্ধ করে রাখা হয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত বিকেল পৌনে ৬টার দিকেও পেঁচাটি তাড়ানো সম্ভব হয়নি বলে জানা গেছে।

আরও পড়ুন

সর্বশেষ