শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনবোয়ালখালী পৌর মেয়রসহ বিএনপির ৩ নেতা কারাগারে

বোয়ালখালী পৌর মেয়রসহ বিএনপির ৩ নেতা কারাগারে

নগরীর চান্দগাঁও থানায় বিস্ফোরক আইনে দায়ের হওয়া মামলায় বোয়ালখালী পৌরসভার মেয়রসহ তিন বিএনপি নেতাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ১০ ফেব্রুয়ারি মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। আসামিরা হলেন- বোয়ালখালি পৌর মেয়র ও বিএনপির আহবায়ক আবুল কালাম প্রকাশ আবু সওদাগর, মহসিন খোকন ও মো. ইয়াছিন ডিলার।

বিষয়টি নিশ্চিত করে মহানগর পিপি অ্যাডভোকেট মো. ফখরুদ্দীন চৌধুরী সিভয়েসকে বলেন, চান্দগাঁও থানার একটি মামলায় তিন আসামি উচ্চ আদালতে জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজ তারা মহানগর দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আমরা জামিনের বিরোধিতা করি। এতে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

উল্লেখ্য, ২০১৮ সালের ২৩ নভেম্বর চান্দগাঁও থানায় দায়ের হওয়া মামলায় তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এ মামলায় উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন তারা। সম্প্রতি তাদের জামিনের মেয়াদ শেষ হয়।

আরও পড়ুন

সর্বশেষ