শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
প্রচ্ছদটপকুমিল্লায় খালেদা জিয়ার জামিন নামঞ্জুর

কুমিল্লায় খালেদা জিয়ার জামিন নামঞ্জুর

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে কুমিল্লায় বাসে আগুন দিয়ে আটজনকে হত্যা মামলার জামিন আবেদন না মঞ্জুর হয়েছে। এ মামলার চার্জগঠনের শুনানি আগামী ২৫ ফেব্রুয়ারি ধার্য করা হয়েছে। সোমবার কুমিল্লার জেলা ও দায়রা জজ মো.  আলী আকবর এ আদেশ দেন।  আজ  দুপুরে কুমিল্লা অতিরিক্ত জেলা ও দায়রা জজ আলী আকবরের আদালতে এ মামলার চার্জ গঠন ও জামিনের আবেদনের শুনানির জন্য নির্ধারিত তারিখ ছিল। এ মামলায় খালেদা জিয়ার জামিনের আবেদনের শুনানি চারবার পিছিয়ে গেলে ৪ ফেব্রুয়ারির মধ্যে নিস্পত্তির জন্য হাইকোর্টের নির্দেশ ছিল। আদালতে রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন আইনজীবী মোস্তাফিজুর রহমান লিটন এবং খালেদা জিয়ার পক্ষে আইনজীবী ছিলেন কাইমুল হক রিংকু।

মামলার বিবরণে জানা যায়, বিএনপি-জামায়াতসহ ২০ দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধ চলাকালে ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোর রাতে কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী আইকন পরিবহনের একটি নৈশ কোচ চৌদ্দগ্রামের জগমোহনপুর নামক স্থানে পৌঁছালে দুর্বৃত্তরা বাসটি লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করে। এতে পুড়ে ঘটনাস্থলে সাতজন ও হাসপাতালে নেওয়ার পর একজনসহ মোট আট যাত্রী মারা যায়। ওই ঘটনায় চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) নুরুজ্জামান হাওলাদার বাদী হয়ে পরের দিন ৩ ফেব্রুয়ারি রাতে হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা দায়ের করেন।

আরও পড়ুন

সর্বশেষ