বৃহস্পতিবার, মে ২, ২০২৪
প্রচ্ছদজাতীয়সম্প্রচার আইন হয়ে গেলে অনলাইন সংবাদমাধ্যমের নিবন্ধন : তথ্যমন্ত্রী

সম্প্রচার আইন হয়ে গেলে অনলাইন সংবাদমাধ্যমের নিবন্ধন : তথ্যমন্ত্রী

অনলাইন গণমাধ্যমের জন্য অনলাইন নীতিমালা হয়েছে। সম্প্রচার আইন হয়ে গেলে এগুলোকেও নিবন্ধন দেওয়া যাবে। সুতরাং এই ধাপগুলো হয়ে গেলে এগুলোকে নিবন্ধনের আওতায় আনার ব্যবস্থা শুরু হবে এবং এটি প্রয়োজন। ডিজিটাল নিরাপত্তা আইনের বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, প্রথমত ডিজিটাল নিরাপত্তা আইন কিন্তু সাংবাদিকদের জন্য নয়, দেশের জন্য। দেশের সব মানুষের জন্য। তবে সাংবাদিকদের যেসব উদ্বেগ-উৎকণ্ঠা আছে, আমি এক কথাই বলবো- সেগুলো দূর করার জন্য আমি কাজ করবো। ২০ জানুয়ারি দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এ কথা জানান।

রাষ্ট্রায়ত্ত মিডিয়ার বিষয়ে মন্ত্রী বলেন, ইতোমধ্যে ঢাকার বাইরে বিটিভির জন্য চট্টগ্রামে সম্প্রচার কেন্দ্র চালু করা হয়েছে। আমাদের ইচ্ছে আছে বিভাগীয় শহরগুলোতেও সম্প্রচার কেন্দ্র স্থাপন করার। এছাড়া রাষ্ট্রীয় গণমাধ্যম আগের তুলনায় যেন আরও বেশি কার্যকর হয় সে লক্ষ্যে আমরা কাজ করছি। সাম্প্রতিক নির্বাচনে বিএনপির ভরাডুবির বিষয়ে মন্ত্রী বলেন, বিএনপির পরাজয়ের অন্যতম কারণ হলো মানুষের ভালোবাসা না পাওয়া। বিগত বছরগুলো হিসাব করলে দেখবেন তাদের যাবতীয় আন্দোলন (ভারপ্রাপ্ত চেয়ারপারসন) তারেক রহমানের মুক্তি, তারেককে দেশে ফিরিয়ে আনাসহ তাদের নিজস্ব বিষয়গুলো নিয়ে। কিন্তু আমজনতার কোনো বিষয়ে তাদের আন্দোলন করতে দেখা যায় না। তাহলে তারা মানুষের ভালোবাসা পাবে কী করে? বরং নিজেদের বিষয়গুলো নিয়ে আন্দোলন করতে গিয়ে তারা জনগণের মনে ত্রাস সৃষ্টি করেছে। আর এটাই তাদের পরাজয়ের অন্যতম কারণ। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ডিআরইউ সভাপতি ইলিয়াস হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক কবির আহমেদ।

আরও পড়ুন

সর্বশেষ