শনিবার, এপ্রিল ২০, ২০২৪
প্রচ্ছদখেলার সময়সিজেকেএস-জাহিদ এন্ড ব্রাদার্স প্রিমিয়ার ডিভিশন ও প্রথম বিভাগ দাবা লিগ

সিজেকেএস-জাহিদ এন্ড ব্রাদার্স প্রিমিয়ার ডিভিশন ও প্রথম বিভাগ দাবা লিগ

জাহিদ এন্ড ব্রাদার্সের পৃষ্ঠপোষকতায় ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আয়োজনের সিজেকেএস-জাহিদ এন্ড ব্রাদার্স প্রিমিয়ার ডিভিশন ও প্রথম বিভাগ দাবা লিগ ২০১৮-১৯ এর খেলা আজ (রোববার) হতে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামের কনভেনশন হলে শুরু হয়েছে। ৮ টি দল প্রিমিয়ার ডিভিশন দাবা লিগে এবং ১৬ টি দল প্রথম বিভাগ দাবা লিগে অংশ নিচ্ছে। প্রিমিয়ার ডিভিশনের দলগুলো হলোঃ গতবারের চ্যাম্পিয়ন কোয়ালিটি স্পোর্টস, গতবারের রানার-আপ বাকলিয়া একাদশ, বোয়ালখালী উপজেলা ক্রীড়া সংস্থা, ফ্রেন্ডস ক্লাব, আগ্রাবাদ কমরেড ক্লাব, পিডিবি রিক্রেয়েশন ক্লাব, গতবারের প্রথম বিভাগ চ্যাম্পিয়ন লিটল ব্রাদার্স ও রানার-আপ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন ও ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান, রাকিবুল ইসলাম সাচ্চু, সামসুল হক ও আহমেদ হোসেন মজুমদার কোয়ালিটি স্পোর্টসে, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন, ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম ও ফিদে মোহাম্মদ আব্দুল মালেক, ফজলে নূর বাপ্পী ও মাইনুদ্দিন আহমেদ বাকলিয়া একাদশে  সাব-জুনিয়র চ্যাম্পিয়ন ক্যান্ডিডেট মাস্টার সুব্রত বিশ^াস ও ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী ফ্রেন্ডস ক্লাবে, ক্যান্ডিডেট মাস্টার মোঃ শরীফ হোসেন বন্দর কর্তৃপক্ষে, শওকত বিন ওসমান শাওন ও গোলাম মোস্তফা ভূঁইয়া লিটল ব্রাদার্সের পক্ষে অংশ নিচ্ছেন। আজ উভয় বিভাগের প্রথম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। প্রিমিয়ার ডিভিশন লিগের প্রথম রাউন্ডের খেলায় কোয়ালিটি স্পোর্টস ক্লাব ৩-১ গেম পয়েন্টে বোয়ালখালী উপজেলা ক্রীড়া সংস্থাকে, বাকলিয়া একাদশ ৩-১ গেম পয়েন্টে ফ্রেন্ডস ক্লাবকে ও বন্দর কর্তৃপক্ষ ২.৫-১.৫ গেম পয়েন্টে লিটল ব্রাদার্সকে পরাজিত করে। আগ্রাবাদ কমরেড ক্লাব ২-২ গেম পয়েন্টে পিডিবি রিক্রেয়েশন ক্লাবের সাথে ২-২ গেম পয়েন্টে ড্র করে। প্রথম বিভাগে প্রথম রাউন্ডের খেলায় বাংলাদেশ রেলওয়ে ২.৫-১.৫ গেম পয়েন্টে বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থাকে, পাঁচলাইশ যুব সংঘ ২.৫-১.৫ গেম পয়েন্টে এম এইচ স্পোর্টিং ক্লাবকে,শতদল ক্লাব ৪-০ গেম পয়েন্টে আগ্রাবাদ নওজোয়ান গ্রিনকে, গোসাইলডাঙ্গা যুবক গোষ্টি ৩.৫-০.৫ গেম পয়েন্টে নবীন মেলাকে, উলালাস ক্লা ৪-০ গেম পয়েন্টে মাদারবাড়ী উদয়ন সংঘকে, কর্ণফুলি ক্লাব ২.৫-১.৫ গেম পয়েন্টে স্টার ক্লাবকে ও সীতাকুন্ডু উপজেলা ক্রীড়া সংস্থা ৩-১ গেম পয়েন্টে মাদারবাড়ী মুক্তকন্ঠকে পরাজিত করে। ফিরিঙ্গীবাজার লাকি স্টার ক্লাব সাথে ২-২ গেম পয়েন্টে ড্র আগ্রাবাদ নওজোয়ান ক্লাবের সাথে ড্র করে আগামীকাল (সোমবার) সকাল ১০-০০ টা হতে একই স্থানে উভয় বিভাগের দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে। ১৭তম দিল্লী আন্তর্জাতিক ওপেন গ্র্যান্ড মাস্টার দাবা প্রতিযোগিতা-২০১৯ ভারতের নয়া দিল্লী শহরে অনুষ্ঠানরত ১৭তম দিল্লী আন্তর্জাতিক ওপেন গ্র্যান্ড মাস্টার দাবা প্রতিযোগিতা-২০১৯ এর সপ্তম রাউন্ডের খেলা শেষে  সাইফ স্পোর্টিং ক্লাবের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান ৭ খেলায় ৫ পয়েন্ট নিয়ে অন্য  জনের সাথে পয়েন্ট তালিকায় মিলিতভাবে তৃতীয় স্থানে রয়েছেন। সাইফ স্পোর্টিং ক্লাবের ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, গোল্ডেন স্পোর্টিং ক্লাবের ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ ও জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটির মোঃ আবজিদ রহমান ৪ পয়েন্ট করে, গোল্ডেন স্পোর্টিং ক্লাবের তাহসিন তাজওয়ার জিয়া ৩ পয়েন্ট, ঢাকা নাইটস চেস ক্লাবের সাজ্জাদ কিশোর ২ পয়েন্ট ও আলী আহসান জুয়েল এক পয়েন্ট পেয়েছেন। আজ (রোববার) অনুষ্ঠিত সপ্তম রাউন্ডের খেলায় গ্র্যান্ড মাস্টার জিয়া ভারতের গ্র্যান্ড মাস্টার দিপ্তায়ন ঘোষের কাছে, ফিদে মাস্টার পরাগ অস্টিয়ার আন্তর্জাতিক মাস্টার গাজেক রেডোশ্লাওয়ের কাছে হেরে যান। ফিদে মাস্টার ফাহাদ ভারতের কে জি চৈতন্যর সাথে, তাহসির ভারতের আরিয়ান রঞ্জনের সাথে ড্র করেন। আবজিদ ভারতের সুদর্শন মেলগাকে পরাজিত করেন। সাজ্জাদ আফগানিস্তানের মির্জাদ ওয়াহাবুদ্দিনের কাছে জুয়েল ভারতের আনিস্কা বিক্রমের কাছে হেরে যান।

আরও পড়ুন

সর্বশেষ