শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
প্রচ্ছদখেলার সময়এবিটস গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৯ উদ্বোধন

এবিটস গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৯ উদ্বোধন

পটিয়ায় বর্ণাঢ্য আয়োজনে এবিটস গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৯ শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল জিরি খলিল মীর ডিগ্রী কলেজ মাঠে আয়োজিত উদ্বোধনী খেলায় পাঁচলাইশ কিষোয়ান এফসি ৩-১ গোলে কর্ণফুলী-শিকলবাহা এফএ কে পরাজিত করে টুর্নামেন্টের শুভ সূচনা করে। উদ্বোধনী খেলায় উভয় দলে প্রায় ৮ জন নাইজেরিয়ান খেলোয়াড় অংশ নেন।

এতে প্রায় অর্ধ লক্ষাধিক ক্রীড়মোদি দর্শক খেলাটি উপভোগ করেন। উদ্বোধনী খেলায় প্রধান অতিথি ছিলেন কেডিএস গ্রুপের চেয়ারম্যান চট্টগ্রাম মেট্রোপলিটন কর্মাস এন্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট আলহাজ্ব খলিলুর রহমান। টুর্নামেন্ট কমিটির আহবায়ক এম ইদ্রিস চৌধুরী অপুর সভাপতিত্বে এবিটস এর সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বাবুর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন আল আরাফাহ ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান আবদুস ছালাম, সুবেদার স্টীলের চেয়ারম্যান লোকমান হাকিম, আল আরাফাহ ইসলামী ব্যাংকের পরিচালক আহমদুল হক,

কেডিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেলিম রহমান, দক্ষিণ জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, আ’লীগ নেতা সিরাজুল ইসলাম, সমাজসেবী রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা ফজল আহমদ, শামীম ওসমান রণি, বক্তব্য রাখেন টাস্টের সচিব কুতুব উদ্দিন রানা, ট্রাস্টের আহবায়ক সোহেল সাগর, এবিটস এর সহ-সভাপতি ইউসুফ টিটু, টুর্নামেন্ট কমিটির সচিব হাশেম বাদল, সদস্য জাহাঙ্গীর আলশ, জীবন, ফাহিম, সিপন, আনসার, ইলিয়াছ, আইএম, সুজন, ইমন, ফোরকান, বাবুল, মোরশেদ, বাপ্পী, নেজাম, হাবিব, সোহেল, জয়, এসএম রহিম, সাদমান, মামুন,

জীবন, সাকিল, আমিন, সবুজ, এবিটস ট্রাস্টের প্রতিষ্ঠাতা ওহিদুল ইসলাম সাইফু, আবু তাহের ইমু, জাহেদুল হক চৌধুরী। এতে প্রধান অতিথি খেলা উদ্বোধন করতে গিয়ে বলেন, খেলাধুলা শুধু শরীর মনকে প্রফুল্ল রাখে না। প্রত্যেক যুবককে সুস্বাস্থ্য আত্মমর্যাদাশীল ও সমৃদ্ধশালী নাগরিক হিসেবেও গড়ে তুলতে সহায়তা করে। এছাড়াও পরস্পরের মাঝে সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে খেলাধুলা। তিনি পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার প্রতি মনযোগী হওয়ার আহবান জানান।

তিনি সুশৃঙ্খলভাবে খেলায় অংশগ্রহণের মাধ্যমে সকলকে শৃঙ্খলিত জীবনে উপর অনুশীলন করার আহবান জানিয়ে বলেন, বিশৃঙ্খলা সমাজে শান্তি আনতে পারে না। তাই সকলকে শৃঙ্খলিত জীবনের উপর গুরুত্ব দিতে হবে। এতে ধারাভাষ্য দেন মো. আবদুল মান্নান আজাদ। উদ্বোধনী খেলায় কিষোয়ান এফসি ৩-১ গোলে কর্ণফুলী-শিকলবাহা এফএ কে পরাজিত করে টুর্নামেন্টের শুভ সূচনা করে। কিষোয়ানের পক্ষে গোল করেন কায়সার, ফ্রাং ফ্রু, শেপু, একটি গোল পরিশোধ করেন খোরশেদ। রেফারী ছিলেন মাইদুল ইসলাম চৌধুরী, সহকারী জিলহাজ উদ্দিন ও গিয়াস উদ্দিন সরকার।

খেলার শুরুতে টুর্নামেন্ট কমিটির আহবায়ক এম ইদ্রিস চৌধুরী অপুর পিতা আল আরাফাহ ইসলামী ব্যাংকের সাবেক পরিচালক আলহাজ্ব এজাহার মিয়ার মৃত্যুতে সকলে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন।

এ টুর্নামেন্টে চট্টগ্রামে প্রায় ৫০টি শীর্ষ স্থানীয় ফুটবল দল অংশ নিচ্ছে। মাসব্যাপী এ ফুটবল উৎসবকে ঘিরে পুরো পশ্চিম পটিয়ায় উৎসবের আমেজ বিরাজ করছে। স্থানীয় ফুটবলামোদি দর্শক ফরহাদুল ইসলাম খান বলেন, এবিটস এর আয়োজনে এ টুর্নামেন্ট এ অঞ্চলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

এখানে শুধু দেশী নয়, বিদেশী সহ স্থানীয় অনেক নামী দামি খেলোয়াড় তাদের উন্নত ক্রীড়াশৈলী প্রদর্শণ করে থাকে। বলতে গেলে গ্রাম বাংলা থেকে হারিয়ে যাওয়া ফুটবল এ অঞ্চলে এ টুর্নামেন্টের মাধ্যমে নব প্রাণ পেয়েছে বলে আমরা মনে করি। আমরা এ ধরণের বড় আয়োজনের জন্য টুর্নামেন্ট কমিটিকে ধন্যবাদ জানাই। উল্লেখ্য, কেডিএস গ্রুপ এ টুর্নামেন্ট স্পন্সর করছে বলে টুর্নামেন্ট কমিটির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বাবু জানান।

আরও পড়ুন

সর্বশেষ