শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
প্রচ্ছদজাতীয়মন্ত্রিদের পিএস নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

মন্ত্রিদের পিএস নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

নবনিযুক্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের চাহিদা অনুযায়ী একান্ত সচিব (পিএস) নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় ‘দ্য মিনিস্টার্স, মিনিস্টার্স অব স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টার্স (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজেস) (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০১৬’ অনুযায়ী ৪৪ জনকে পিএস নিয়োগ দিয়ে মঙ্গলবার এ প্রজ্ঞাপন জারি করে। নিয়োগ পাওয়া পিএসরা সবাই উপসচিব পদমর্যাদার কর্মকর্তা।

প্রজ্ঞাপনে বলা হয়, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা যত দিন নিজ পদে থাকবেন এবং পিএসদের সংশ্লিষ্ট পদে যত দিন রাখার ইচ্ছা পোষণ করবেন, তত দিন তারা পিএস হিসেবে থাকতে পারবেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভের পর গঠিত আওয়ামী লীগ সরকারের নতুন মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২৪ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী ও তিনজন উপমন্ত্রী রয়েছেন। তবে পানিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম ও শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর পিএস নিয়োগের প্রজ্ঞাপন এখনো জারি হয়নি।

আরও পড়ুন

সর্বশেষ