বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
প্রচ্ছদটপবাসযাত্রায় মন্ত্রিপরিষদের সদস্যরা

বাসযাত্রায় মন্ত্রিপরিষদের সদস্যরা

প্রথমবারের মতো চিরায়ত ঐতিহ্য ভেঙে মন্ত্রিপরিষদের সদস্যরা একসঙ্গে বাসযোগে সাভার জাতীয় স্মৃতিসৌধে গেছেন। এর আগে ধানমণ্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে দিন শুরু করলেন মন্ত্রিপরিষদের নতুন সদস্যরা। মঙ্গলবার সকাল ১০টা ২ মিনিটের দিকে মন্ত্রীরা চারটি বাসে চড়ে সাভারের উদ্দেশে রওনা দেন। এর আগে ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নতুন মন্ত্রীদের নিয়ে প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করেন।  জানা গেছে, ধানমণ্ডি থেকে সাভার যেতে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীরা নিজস্ব গাড়ি ব্যবহার না করে চারটি এসি বাস ব্যবহার করলেন। আসনের সংকুলান না হওয়ায় মিনিবাসগুলোর ভেতরে অতিরিক্ত আসন জুড়ে বসতেও দেখা যায়।

এ বিষয়ে ভূমি জাহিদ সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন, আমরা সবাই একসঙ্গে বাসে সাভার স্মৃতিসৌধে গিয়ে শ্রদ্ধা জানিয়েছি।

আরও পড়ুন

সর্বশেষ