বুধবার, মে ২২, ২০২৪
প্রচ্ছদটপবিমানের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপিত

বিমানের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপিত

জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ রোবার বিমান প্রধান কার্যালয় বলাকা, কুর্মিটোলায় এক আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বলাকা চত্বরে বিমান পরিচালক ও সিইও এ এম মোসাদ্দিক আহমেদ সংস্থার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সিবিএ নেতৃবৃন্দসহ প্রতিষ্ঠাবার্ষিকীর ফেস্টুন সংবলিত রঙিন বেলুন ও সাদা পায়রা উড়িয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন করেন। এর আগে জাতীয় পতাকা ও বিমান পতাকা উত্তোলন করা হয় ও মহান স্বাধীনতা যুদ্ধে আত্নদানকারী বিমান কর্মীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলাকা’য় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করা হয়। এ উপলক্ষে দেশের এবং বিমানের সর্বাঙ্গীন কল্যাণ কামনা করে বিমানের বিভিন্ন স্থাপনায় দোয়া মাহফিল ও মোনাজাত করা হয়।

প্রসংগত উল্লেখ্য, ১৯৭২ সালের ৪ঠা জানুয়ারি বিমান বাংলাদেশ এয়ালাইন্সের যাত্রা শুরু হয়। দেশ স্বাধীন হওয়ার পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটি প্রতিষ্ঠা করেন। ডাকোটা উড়োজাহাজ দিয়ে বিমানের যাত্রা শুরু হয়েছিল আর সর্বশেষ গত বছরের ৫ সেপ্টেম্বর ও ৫ ডিসেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের মধ্য দিয়ে এর বহরে যুক্ত বিশ্বের সর্বাধুনিক বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার। এখন বিমান বহরে উড়োজাহাজের সংখ্যা দাঁড়িয়েছে ১৩টি। গাংচিল ও রাজহংস নামে আরো ২টি ড্রিমলাইনার চলতি বছরের সেপ্টেম্বরে যুক্ত হবে বহরে। বিগত ৪৭ বছরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রায় পৌনে ৬ কোটি যাত্রী পরিবহন করেছে। এর মধ্যে ২০১৭-১৮ অর্থ বছরে সর্বোচ্চ রেকর্ড সংখ্যক ২৬ লক্ষ যাত্রী বহন করেছে বিমান।

আরও পড়ুন

সর্বশেষ