শনিবার, মে ১৮, ২০২৪
প্রচ্ছদদেশজুড়েরেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে সারাদেশের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে সারাদেশের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

Blanket Distribution 2018শীতে বিপর্যস্ত সারাদেশের অসহায়, দরিদ্র, বৃদ্ধ, বিধবা, প্রতিবন্ধী, বিপদাপন্ন জনগোষ্ঠি এবং শীতবস্ত্র পাওয়ার উপযোগী এধরনের ব্যক্তিদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। সোসাইটির পক্ষ থেকে শীতপ্রবণ রাজশাহী, পঞ্চগড়, লালমনিরহাট, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, নীলফামারী জেলাসহ সারাদেশের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ শুরু হয়েছে।

সোসাইটির ডিজাস্টার রেসপন্স বিভাগের পরিচালক নাজমুল আযম খান জানান, এবছর রাজধানীসহ সারাদেশের প্রায় ৫০ হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণের পরিকল্পনা রয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির। প্রয়োজনের প্রেক্ষিতে এসংখ্যা বাড়তে পারে বলেও তিনি জানান।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব মো: ফিরোজ সালাহ্ উদ্দিন বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের শীতার্ত মানুষের সাহাযার্থে এগিয়ে এসেছে। এবছরও তার ব্যতিক্রম নয়। শীতার্ত মানুষের মাঝে বিতরণের লক্ষ্যে ইতোমধ্যে সারাদেশে কম্বল পাঠানো হয়েছে। তিনি, রেড ক্রিসেন্ট সোসাইটির পাশাপাশি শীতার্ত অসহায় দুস্থ জনগনকে সহায়তা প্রদানে সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক সংগঠন, বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান, ব্যাংক-বীমাসহ ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সরাসরি নিজেরা অথবা রেড ক্রিসেন্টের সহায়তায় কম্বল বিতরণের মধ্য দিয়ে মানবিক সহায়তার হাত প্রসারিত করার উদাত্ত আহবান জানান।

উল্লেখ্য, যদি কোন ব্যক্তি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে শীতার্ত এসব জনগনকে সহায়তা করতে আগ্রহী তারা সরাসরি: পরিচালক, ডিজাস্টার রেসপন্স বিভাগ, জাতীয় সদর দপ্তর, ৬৮৪-৬৮৬ বড় মগবাজার ঢাকা অথবা বিডিআরসিএস হট লাইন নম্বরে +৮৮ – ০১৮১১৪৫৮৫২৪ যোগাযোগ করুন।

আরও পড়ুন

সর্বশেষ