শনিবার, এপ্রিল ২০, ২০২৪
প্রচ্ছদআরো খবর......সৈয়দ ইব্রাহিমের হাতে ধানের শীষ তুলে দিলেন মীর হেলাল

সৈয়দ ইব্রাহিমের হাতে ধানের শীষ তুলে দিলেন মীর হেলাল

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও আশিংক বায়েজিদ) আসনে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের মনোনীত প্রার্থী কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বীরপ্রতীকের হাতে ধানের শীষ তুলে দিলেন বিএনপির জাতীয় নিবার্হী কমিটির সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। শুক্রবার রাতে হাটহাজারী পৌরসভার মীরের হাটস্থ মীর বাড়িতে এক উঠান বৈঠকে দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ইব্রাহিমের হাতে ধানের শীষ তুলে দেন মীর হেলাল। উপজেলা বিএনপির (একাংশ) আহ্বায়ক আলহাজ্ব নুর মোহাম্মদের সভাপতিত্বে উঠান বৈঠকে বিএনপির মনোনয়নবঞ্চিত কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দীনের ছেলে মীর হেলাল দলের নেতাকর্মীদের নিয়ে ২০ দলীয় জোটের মনোনীত প্রার্থী সৈয়দ ইব্রাহিমের হাতে ধানের শীষ প্রতীক তুলে দেন।

উপজেলা বিএনপির (একাংশ) সদস্যসচিব সোলাইমান মঞ্জুরের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম আহ্বায়ক আইয়ুব খান, অ্যাডভোকেট সৈয়দ মো. ফোরকান, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি মো. গিয়াস উদ্দিন চেয়ারম্যান, আলী আকবর চেয়ারম্যান, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মাসুদুল আলম, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, যুগ্ম আহ্বায়ক তকিবুল হাসান তকি, নাঙ্গলমোড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. হারুণ, যুগ্ম আহ্বায়ক মো. মোরশেদ, উত্তর মাদার্শা বিএনপির সাধারণ সম্পাদক কাজী আক্তার হোসেন বাদল, মেখল বিএনপির আহ্বায়ক ফজল বারী তালুকদার, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি আবু সৈয়দ, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শাকাওয়াত হোসেন শিমুল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল কবির, সদস্যসচিব ওয়াহিদুল আলম টিটু, জেলা যুবদলের সম্পাদকমণ্ডলীর সদস্য মহিউদ্দিন, মেখল বিএনপির সদস্যসচিব মো. জাহাঙ্গীর আলম, বুড়িশ্চর ইউনিয়ন বিএনপির সভাপতি আনম ইউসুফ, শিকারপুর বিএনপির সভাপতি অ্যাডভোকেট ইসহাক, সাধারণ সম্পাদক নুর খান, সাংগঠনিক সম্পাদক টিটু, দক্ষিণ মার্দাশা বিএনপির সিনিয়ন সহসভাপতি মুছা খালেদ, মির্জাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল বশর, সাধারণ সম্পাদক জাকির মেম্বার, আবুল হোসেন মেম্বার, থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাছানুল করিম নাছিরসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এ সময় ২০ দলীয় জোটের প্রার্থী সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বলেন, এই হাটহাজারী বিএনপির ঘাঁটি। এটা আমাদের উদ্ধার করতে হবে। সব ভেদাভেদ ভুলে ধানের শীষে ভোট দিয়ে হাটহাজারীর উন্নয়ন করার সুযোগ দিন।

মীর হেলাল বলেন, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে জয়ী করতে হবে। এই নির্বাচন গণতন্ত্রের নেত্রী কারাবন্দি বেগম খালেদা জিয়ার মুক্তির নির্বাচন। দেশ নায়ক তারেক রহমানকে মুক্তির নির্বাচন। আমাদের সবাইকে হাতে হাত মিলিয়ে ৩০ ডিসেম্বর ভোটকেন্দ্রে যেতে হবে এবং মা-বোন সবাইকে কেন্দ্রে নিয়ে যেতে হবে।

আরও পড়ুন

সর্বশেষ