বুধবার, মে ২২, ২০২৪
প্রচ্ছদটপপ্রার্থী হিসেবে নয়, খালেদা জিয়ার প্রতিনিধি হিসেবে ভোট চাইতে এসেছি : মির্জা...

প্রার্থী হিসেবে নয়, খালেদা জিয়ার প্রতিনিধি হিসেবে ভোট চাইতে এসেছি : মির্জা ফখরুল

প্রার্থী হিসেবে নয়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতিনিধি হিসেবে ভোট চাইতে এসেছি। বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচার-প্রচারণাকালে একাধিক পথসভায় তিনি এ কথা বলেন। ১৪ ডিসেম্বর বিকেল ৩টা থেকে মির্জা ফখরুল তার নির্বাচনী এলাকা বগুড়া-৬ আসনের একাধিক পয়েন্টে প্রচারণা চালান।  এর মধ্যে শহরের তিনমাথা রেলগেট এলাকা, চারমাথা ও মাটিডালে মোড়ে পথসভায় তিনি বক্তব্য রাখেন।

এসব সভায় মির্জা ফখরুল বলেন, ৩০ ডিসেম্বর ভোটকেন্দ্র পাহারা দিতে হবে। ভোট চুরি ঠেকাতে হবে। ভোট চুরি ঠেকাতে দলের নেতাকর্মীদের নির্দেশ দেন বিএনপির মহাসচিব। এছাড়া তিনি শহরের দ্বিতীয় বাইপাস, ফনিরমোড়, সাবগ্রাম, বৌবাজার, কলোনী, খান্দার, জালেশ্বরীতলা, হাকিড়মোড়, মফিজ পাগলারমোড় এলাকায় ধানের শীষের প্রতীকের পক্ষে গণসংযোগ করেন। নির্বাচনী প্রচারণাকালে মির্জা ফখরুল রাস্তার দু’পাশে দিয়ে দাঁড়িয়ে থাকা মানুষদের হাত নেড়ে শুভেচ্ছা জানান। জবাবে উপস্থিত জনতাও তাকে হাত নেড়ে স্বাগত জানান।

এসময় বগুড়া-৬ আসনে নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, জেলার সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চান, জেলার সাবেক সভাপতি রেজাউল করিম বাদশাসহ স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদলসহ দলের বিভিন্ন অঙ্গসংঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত তিনি প্রচারণা চালান। এর আগে শহরের শহীদ টিটু মিলনায়তনে বগুড়া জেলা বিএনপি আয়োজিত কর্মীসভায় যোগ দেন মির্জা ফখরুল। ১৫ ডিসেম্বর সদরের ১১টি ইউনিয়নে গণসংযোগ করবেন তিনি।

আরও পড়ুন

সর্বশেষ