শুক্রবার, মে ৩, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনমেট্রোপলিটন চেম্বারের মেলা শনিবার শুরু

মেট্রোপলিটন চেম্বারের মেলা শনিবার শুরু

MCCI pressনগরের ফিরিঙ্গিবাজারের মেরিনার্স রোডে কর্ণফুলীর পাড়ে বন্দরের মাঠে আগামী শনিবার শুরু হচ্ছে মাসব্যাপী পঞ্চম বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্য ও রপ্তানি মেলা- বিআইটিএফ। মেলার উদ্বোধন করবেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। বুধবার চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের সভাপতি খলিলুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, দেশি শিল্পকারখানায় উৎপাদিত পণ্যের প্রদর্শন ও স্থানীয় চাহিদা সৃষ্টিসহ বিদেশের বাজারে রফতানি বাড়ানোর ক্ষেত্রে এ মেলার গুরুত্ব অপরিসীম। এ মেলা দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে একটি মাইলফলক। উপস্থিত ছিলেন বিআইটিইএফ’র কনভেনার মোহাম্মদ আমিনুজ্জামান ভূঁইয়া, পরিচালক মো. আব্দুল আউয়াল, শফিক উদ্দিন, প্রফেসর আহসানুল আলম পারভেজ, এইচএম হাকিম আলী, এমএ মালেক, ডব্লিউআরআই মাহমুদ (রাসেল), দিদারুল আলম, জসিম উদ্দিন চৌধুরী, এম সোলায়মান এবং শোভন এম সাহাবউদ্দিন (রাজ)। এবার ২০ হাজার বর্গমিটার জুড়ে মেলা বসবে। স্টল ও প্যাভেলিয়ন থাকবে ১৮০টি। মেলায় সিসিটিভি, অগ্নিনির্বাপণ ব্যবস্থা, কিডস জোন, ফোয়ারা, ওয়াচ টাওয়ার থাকবে। প্রবেশ টিকিটের দাম রাখা হবে ১০ টাকা। এক প্রশ্নের উত্তরে কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান বলেন, এবারের মেলায় ৩ মিলিয়ন ডলারের রফতানি আদেশ আশা করছেন সংশ্লিষ্টরা। তিনি জানান, হালিশহরের আবাহনীর মাঠে জায়গা ছোট হওয়ায় বড় পরিসরে মেলা আয়োজনের জন্য মেরিনার্স রোডে বন্দরের মাঠটি বেছে নেওয়া হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ