বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
প্রচ্ছদজাতীয়চিফ হুইপ আ স ম ফিরোজের ঋণ পুনঃতফসিলের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট

চিফ হুইপ আ স ম ফিরোজের ঋণ পুনঃতফসিলের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট

জাতীয় সংসদের চিফ হুইপ ও পটুয়াখালী ২ আসনের সংসদ সদস্য আ স ম ফিরোজের সোনালী ব্যাংকের ঋণ পুনঃতফসিলের সর্বশেষ সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। পটুয়াখালীর বাউফল মেয়রের করা এক রিট আবেদনের শুনানি নিয়ে ২২ নভেম্বর বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও এম মাইনুল ইসলাম। পটুয়াখালীর বাউফল পৌরসভার মেয়র জিয়াউল হক হাইকোর্টে এ রিটটি দায়ের করেন।

আদেশের পরে মাইনুল ইসলাম বলেন, আইন অনুসারে তিনবারের বেশি কারো ঋণ পুনঃতফসিল করা যাবে না। কিন্তু এ ক্ষেত্রে তার ব্যত্যয় ঘটিয়ে নয়বার করা হয়েছে। রিটের পরিপ্রেক্ষিতে আদালত পুনঃতফসিলের সিদ্ধান্ত স্থগিত করে রুল জারি করেছেন।

 ঋণ পুনঃতফসিলের সিদ্ধান্ত হাইকোর্ট স্থগিত করায় আ স ম ফিরোজ নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা এমন প্রশ্নে মাইনুল ইসলাম বলেন, আদালতের আজকের আদেশের ফলে তিনি এখন ঋণখেলাপি। আর আইন মোতাবেক ঋণখেলাপি তো  নির্বাচনে অংশ নিতে পারেন না।

আরও পড়ুন

সর্বশেষ