মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
প্রচ্ছদজাতীয়রাজনৈতিক দল ও ইসির মধ্যে দূরত্ব কমিয়ে ফেলতে হবে : সিইসি

রাজনৈতিক দল ও ইসির মধ্যে দূরত্ব কমিয়ে ফেলতে হবে : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, সুষ্ঠু নির্বাচন করতে রাজনৈতিক দল ও ইসির মধ্যে দূরত্ব কমিয়ে ফেলতে হবে। ২১ অক্টোবর ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইসি) নিয়ে প্রশিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধনকালে একথা বলেন তিনি। সিইসি বলেন, রাতভর ব্যালট পাহারা দেয়ার দিন শেষ। আস্তে আস্তে ইভিএম ব্যবহারের দিক যেতে হবে। এ জন্য প্রথমবারের মতো পোলিং এজেন্টদের ট্রেনিং দেয়ার কথা ভাবছে কমিশন। কে এম নুরুল হুদা বলেন, সুষ্ঠু নির্বাচন করতে রাজনৈতিক দল ও ইসির মধ্যে দূরত্ব কমিয়ে ফেলতে হবে। ভোটাররা নির্বিঘ্নে যেন ভোট দিতে পারে সেদিক বিবেচনা করে কাজ করতে হবে। কর্মকর্তাদের উদ্দেশ্যে কে এম নুরুল হুদা বলেন, রাজনীতিবিদ ও রাজনৈতিক দলের কথায় কাজ করবে না ইসি। জনগণের চাওয়া বুঝে কাজ করতে হবে। নির্বাচন প্রশিক্ষণ ইন্সটিটিউটে (ইটিআই) একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। ইটিআই মহাপরিচালক মোস্তফা ফারুকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ, পরিচালক ফরহাদ হোসেন, উপ-পরিচলাক ফজলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ