শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
প্রচ্ছদটপভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আকবরের পদত্যাগ

ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আকবরের পদত্যাগ

‘#মি টু’ আন্দোলনে যৌন হয়রানির অভিযোগ ওঠায় ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর পদত্যাগ করেছেন। বুধবার দুপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্রটি পাঠান তিনি বলে জানা গেছে ভারতের গণমাধ্যামগুলোতে।

পদত্যাগপত্রে আকবর লিখেছেন,  “আমার বিরুদ্ধে যে সব মিথ্যা অভিযোগ করা হয়েছে, তার বিরুদ্ধে আমি ব্যক্তিগত ভাবেই আইনি লড়াই লড়তে চাই। তাই আমি এ দয়িত্ব থেকে পদত্যাগ করছি।’’

প্রতিমন্ত্রী আকবরের বিরুদ্ধে প্রথমে মুখ খোলেন জ্যেষ্ঠ সাংবাদিক প্রিয়া রামানি। তবে শুরু থেকেই তিনি এই অভিযোগ অস্বীকার করে আসছিলেন। অভিযোগ তোলায় রামনির বিরুদ্ধে মানহানির মামলাও করেছিলেন আকবর। এনডিটিভির খবরে বলা হয়েছে, ২০ জনের বেশি নারীর অভিযোগ, আকবর যখন সাংবাদিকতা পেশায় ছিলেন, তখন তার যৌন হয়রানির শিকার হয়েছিলেন তারা।

আরও পড়ুন

সর্বশেষ