বুধবার, মে ১, ২০২৪
প্রচ্ছদআরো খবর......আয়কর নিয়ে জনগণের মানসিকতার পরিবর্তন এসেছে: অর্থমন্ত্রী

আয়কর নিয়ে জনগণের মানসিকতার পরিবর্তন এসেছে: অর্থমন্ত্রী

ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)

আয়কর দেয়া জাতীয় কর্তব্য জানিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, মানুষের মাঝে কর দেয়ার আগ্রহ দেখে বুঝা যায় আয়কর নিয়ে জনগণের মানসিকতার পরিবর্তন এসেছে।  সোমবার রাজধানীর অফিসার্স ক্লাবে জাতীয় আয়কর মেলা-২০১৩ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এনবিআর চেয়ারম্যান গোলাম হোসেন বলেন, মেলায় এবার দেড় লাখ লোককে সেবা দেয়া হবে, যেখানে আয়কর আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এক হাজার একশ কোটি টাকা।

এরপর অর্থমন্ত্রী অফিসার্স ক্লাবের মূল ভবনে ফিতা কেটে আয়কর মেলা-২০১৩ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে এনবিআর সদস্য, বিভিন্ন কর অঞ্চলের কমিশনাররা উপস্থিত ছিলেন।

করদাতাদের উৎসাহিত করতে প্রতি বছর দেশব্যাপী এই মেলার আয়োজন করে আসছে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর। ঢাকাসহ সব বিভাগীয় শহরগুলোতে ১৬ থেকে ২২শে সেপ্টেম্বর ৭ দিনব্যাপী এই মেলা চলবে। তবে পার্বত্য জেলাগুলো ছাড়া অন্য সব জেলা শহরে দুই দিনব্যাপী আয়কর মেলার আয়োজন করা হয়েছে। এবার মেলা থেকে আয়কর আদায়ের প্রবৃদ্ধি ধরা হয়েছে ৩০ শতাংশ।

আরও পড়ুন

সর্বশেষ