রবিবার, মে ১৯, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনকমার্স কলেজ ডিবেটিং সোসাইটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কমার্স কলেজ ডিবেটিং সোসাইটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কর্মাস কলেজ ডিবেটিং সোসাইটি (সিসিডিএস) এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি কমার্স কলেজ, চট্টগ্রাম এর অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আইয়ুব ভূঁইয়া, সিসিডিএসের চিফ মডারেটর মোহাম্মদ কামাল হোসাইন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ফেরদৌস আরা বেগম, সিসিডিএসের মডারেটর ও শিক্ষক পরিষদ সম্পাদক এস.এম.রুবাইয়াত ফাহিম, মডারেটর ফারজানা আইরিন, কলেজ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাব্বির চৌধুরী।

সিসিডিএস সেক্রেটারি সাদ্দাম হোসেন সোহাগের সঞ্চালনায় বার্ষিক প্রতিবেদন উপস্থাপন ও বিদায়ী বক্তব্য রাখেন সিসিডিএস প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট তাওহীদুল কবির। বার্ষিক সাধারণ সভায় ক্লাবের গঠনতন্ত্র অনুমোদন ও লোগো উন্মোচন, ২০১৮-১৯ মেয়াদের জন্য উপদেষ্টা পরিষদ, মডারেটর প্যানেল ও কার্যকরী পরিষদ গঠন, নবগঠিত কমিটির অভিষেক ও বিদায়ী কমিটির বিদায় সংর্বধনা অনুষ্ঠিত হয়।

কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আইয়ুব ভূঁইয়াকে প্রধান উপদেষ্টা, প্রফেসর ফেরদৌস আরা বেগমকে উপদেষ্টা, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান কামাল হোসাইনকে চিফ মডারেটর, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক এস.এম.রুবাইয়াত ফাহিম ও অর্থনীতি বিভাগের প্রভাষক ফারজানা আইরিনকে মডারেটর নির্বাচিত করা হয়।

কার্যকরী কমিটিতে এমবিএ শেষ বর্ষের ছাত্র আর্সেল আজিমকে প্রেসিডেন্ট, বিবিএ শেষ বর্ষের ছাত্র হিমেল দে শুভকে সেক্রেটারি, কমিটির অন্যান্য সদস্যরা হলেন জাহেদ মিয়া, মোঃ আরাফাত ইসলাম আপন, সানজিদা আফরোজ সিমি, আহসান আলী রিয়াজ (রিফাত), তাসফিয়া আক্তার অনন্যা, সৈয়দা মারজান ইউসুফ নীতি, সাবরিনা মমতাজ মিথুন, তৌফিকুর রহমান, মাহমুদুল হক চৌধুরী, পূজা বড়ুয়া, আলতাফ হোসেন সজীব, মোঃ ইসমাইল, আতিক জাবের বিন ইসলাম, আল জোবায়ের আলীম, তামান্না নারমিন তানিমা, কাজী মাইনুদ্দীন মাহিন, আজমাইন সাদমান, আজিজুর রহমান, সাইয়েদুল ইসলাম  চৌধুরী, সায়মা আজাদ, সাদমান হোসেন, নিগার সুলতানা।

প্রধান অতিথির বক্তব্য অধ্যক্ষ আইয়ুব ভূঁইয়া বলেন, যুক্তিবাদী সৃজনশীল মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় আগামী প্রজন্ম তৈরীতে সিসিডিএস অসাধারন ভূমিকা রাখছে। মাত্র দু’বছরে নতুন একটি ধারনা সিসিডিএস শুধু বিতর্ক নয়, সাহিত্য-সংস্কৃতিসহ সৃষ্টিশীল কর্মকান্ডে নিজেদের স্বমহিমায় উদ্ভাসিত করেছে। একাডেমিক পড়াশোনার পাশাপাশি সহশিক্ষার এমন ক্ষেত্র শিক্ষার্থীদের সু-নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক হিসেবে কাজ করবে।

আরও পড়ুন

সর্বশেষ