রবিবার, সেপ্টেম্বর ১৫, ২০২৪
প্রচ্ছদবিনোদন সময়পর্দায় ক্যাটরিনার বোন

পর্দায় ক্যাটরিনার বোন

পর্দায় ক্যাটরিনার বোন
বড় বোন ক্যাটরিনা কাইফের পথ ধরে বলিউডে আসছেন ইসাবেলা কাইফ। ফরাসি পরিচালক জ্যাঁ ফ্রাঁসোয়া পুলিয়তের ‘ডা. ক্যাবি’ ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
 এখানে তার নায়ক ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ অভিনেতা কুনাল নায়ার। ছবিটির সহ-প্রযোজক সালমান খান চেয়েছিলেন, প্রধান নায়িকা হিসেবেই থাকুক ইসাবেলা। কিন্তু প্রক্রিয়াটি সম্পন্ন করতে দেরি হয়ে গেছে।
এই ফাঁকে বিনয় বিরমানির বিপরীতে প্রধান নায়িকার চরিত্রে নেওয়া হয়েছে হলিউডের ‘জি. আই. জো: রিটালিয়েশন’ ছবির অভিনেত্রী আড্রিয়েন প্যালিকিকে। তবুও ইসাবেলাকে নিয়ে সালমান খুশি।
কানাডায় এর বেশিরভাগ চিত্রায়ন হবে। এ ছবির মাধ্যমে আগামী বছর রূপালি পর্দায় যাত্রা শুরু হবে তার।
আরও পড়ুন

সর্বশেষ