বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
প্রচ্ছদদেশজুড়েচট্টগ্রাম বিভাগআনোয়ারায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

আনোয়ারায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

আনোয়ারা উপজেলা চাতরী চৌমুহনী বাজারের দক্ষিণ পাশে পিএবি সড়কে বাঁশখালী থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস ও বিপরীত দিক থেকে আসা চাল বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই এক যুবক নিহত ও ২০ যাত্রী  আহত হয়েছে। ২২ সেপ্টেম্বর বিকাল সাড়ে পাঁচটায় পিএবি সড়কের চাতরী চৌমুহনী বাজারের দক্ষিণে এ ঘটনা ঘটে। সংঘর্ষে যাত্রীবাহী বাসটি রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। নিহত যুবক হাটহাজারী উপজেলার সিরাজুল ইসলাম (৫৫), পুলিশ গাড়ি দুটি জব্দ করলেও চালকরা পালিয়ে যায়।

আহতরা হলেন, বাঁশখালীর বাগমারা কাথারিয়ার শফিক আহমদের স্ত্রী রেনোয়ারা (৪০), শেখের খীলের আবু তাহেরের পুত্র মো. জাকারিয়া (৩৫), জলদি মনকির চরের আখতার হোসেনের স্ত্রী লায়লা বেগম (৪৮), রাজবাড়ী জেলার শফিকুল ইসলামের পুত্র দেলোয়ার হোসেন (৩৫), খুলশীর মো. হোসেনের স্ত্রী লাকী আখতার (১৮), বাঁশখালী সরলের ছিদ্দিক আহমদের পুত্র আব্দুল মান্নান (৪০), আব্দুল মান্নানের কন্যা তাসমিয়া (৪), নাপোরার আব্দুছ ছালামের পুত্র মো. হোসেন (৩৭), জলদীর শফিউল আলমের পুত্র ইসমাইল (১৯), শীলকূপের আশরফ আলীর পুত্র মো. মোরশেদ (১৯), পুঁইছড়ির আবুল কাশেমের স্ত্রী জাহানারা খাতুন (৫৫), দলিলুর রহমান পুত্র আব্দুস শুক্কুর (২৫), বড়ঘোনার আব্দুছ ছত্তারের  পুত্র মোকাররম নূরী (২৫) সহ ১৩ জনের নাম পাওয়া গেলেও বাকীদের নাম পাওয়া যায়নি।

দুর্ঘটনার পর পরই আনোয়ারা ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহতদের মধ্যে ৫ জনকে আশঙ্কাজনক অবস্থায় চমেক হাসপাতালে প্রেরণ করেন। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা  দিয়ে  ছেড়ে দেওয়া হয়।

আনোয়ারা ফায়ার সার্ভিসের টিম লিডার মঞ্জুরুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ গাড়ি দুটি আটক করেছে। চালকেরা পালিয়ে গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন

সর্বশেষ