মঙ্গলবার, মে ২৮, ২০২৪
প্রচ্ছদটপসমকামিতার বৈধতা দিয়েছে ভারত

সমকামিতার বৈধতা দিয়েছে ভারত

সমকামিতার বৈধতা দিয়েছে ভারত। সমকামিতা ভারতে আর অপরাধ নয় বলে ঐতিহাসিক রায় দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত। বৃহস্পতিবার সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বে পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ এ রায় দেন। এ রায়ের ফলে ভারতে সমকামিতা বৈধতার দাবিতে ১৫৭ বছর আন্দোলনের অবসান হল। ব্রিটিশ আমলে জারি করা ভারতীয় দণ্ডবিধির সেকশন ৩৭৭ সুপ্রিমকোর্টের একটি বেঞ্চ ২০১৩ সালে বহাল করেছিলেন। ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারা অনুযায়ী যদি একই লিঙ্গের মানুষ যৌন সম্পর্কে লিপ্ত হয়, তা হলে তাদের যাবজ্জীবন বা ১০ বছর পর্যন্ত জেল হতে পারে। সেই সঙ্গে জরিমানাও হতে পারে। তবে শীর্ষ আদালত জানিয়ে দিয়েছেন, ৩৭৭ ধারায় সমকামিতার অধিকার খর্ব করা অযৌক্তিক এবং অপ্রাসঙ্গিক।

১৮৬০ সালে ব্রিটিশ আমলে তৈরি হয় এ আইন। ২০০৯ সালে দিল্লি হাইকোর্ট রায় দেন ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ নম্বর ধারা সংবিধানের মৌলিক অধিকারকে খর্ব করছে। তবে কিছু ধর্মীয় সংগঠন এ রায়ের বিরুদ্ধে সুপ্রিমকোর্টে আবেদন জানায়। ২০১৩ সালে সুপ্রিমকোর্ট সমকামিতার অধিকার নিয়ে দিল্লি হাইকোর্টের রায়কে খারিজ করে দেন।

আরও পড়ুন

সর্বশেষ