মঙ্গলবার, মে ২৮, ২০২৪
প্রচ্ছদটপকাবুলে জোড়া আত্মঘাতী হামলায় নিহত ২০

কাবুলে জোড়া আত্মঘাতী হামলায় নিহত ২০

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি রেসলিং ক্লাবে জোড়া আত্মঘাতী বোমা হামলায় সাংবাদিকসহ ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৭০ জন। বুধবার সংখ্যালঘু শিয়া মুসলিম হাজারও জনগোষ্ঠী অধ্যুষিত দাস্ত-ই-বারসি এলাকায় ভয়াবহ এ হামলা চালানো হয়। প্রথমে ক্লাবটির ভেতরে এক আত্মঘাতী হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটালে চারজন নিহত হন। পরে হতাহতদের জরুরি উদ্ধারকাজে নিয়োজিত ব্যক্তিদের লক্ষ করে গাড়িবোমা হামলা চালায় অপর এক আত্মঘাতী। আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশের বরাতে এ তথ্য জানা গেছে।

হামলায় নিহতদের মধ্যে টোলো নিউজ চ্যানেলের সামিম ফারামার্জ ও রামিজ আহমাদি নামে দুই সাংবাদিক নিহত হন। আহত হন আরও চার সাংবাদিক। এক টুইটে টোলোর প্রধান লুৎফুল্লাহ নাজাফিজাদা বলেছেন, গণমাধ্যমটি তাদের সেরা সাংবাদিকদের মধ্যে দুজনকে হারিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। তবে এর আগে কাবুলের এ দাস্ত-ই-বার্চি এলাকায় একই ধরনের হামলা চালিয়েছিল জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।

আরও পড়ুন

সর্বশেষ