শনিবার, মে ৪, ২০২৪
প্রচ্ছদটপবিমান-এর ফিরতি হজ্জ ফ্লাইট আজ ঢাকায় এসে পৌঁছবে

বিমান-এর ফিরতি হজ্জ ফ্লাইট আজ ঢাকায় এসে পৌঁছবে

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফিরতি হজ্জ ফ্লাইট বিজি-৪০১২ আজ সোমবার স্থানীয় সময় রাত ১০:১০ ঘটিকায় ৪১৯ জন হজ্জযাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকায় এসে পৌঁছবে। ফ্লাইটটি সৌদী আরবের স্থানীয় সময় দুপুর ১২:৩০ ঘটিকায় ঢাকার উদ্দেশ্যে জেদ্দা ছেড়ে আসবে। পরবর্তী ২য় ফ্লাইটটি সোমবার দিবাগত রাত ০১:৪০ মিনিটে ঢাকায় পৌঁছবে। প্রথম ফ্লাইটের হজ্জযাত্রীদের স্বাগত জানাতে বিমান ও সিভিল এভিয়েশনের উদ্ধর্তন কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত থাকবেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২৭ আগষ্ট থেকে ২৫ সেপ্টেম্বর ২০১৮ তারিখ পর্যন্ত ১৪৩ টি ডেডিকেটেট হজ্জ ফ্লাইট এবং ২৯টি শিডিউল ফ্লাইট অর্থাৎ সর্বমোট ১৭২ টি ফিরতি হজ্জ ফ্লাইট পরিচালনা করবে। বিমানের সম্মানিত হজ্জযাত্রীগণ যারা দেশে ফেরার জন্য যাত্রার তারিখ পরিবর্তন করতে চান তারা মক্কা, মদীনা ও জেদ্দায় বিমানের সেবাকেন্দ্রে যোগাযোগ করতে পারেন। যাত্রার নির্ধারিত তারিখ পরিবর্তনে আগ্রহীগণ প্রথম ০৭দিনের মধ্যে পরিবর্তন চাইলে ৬০০/- সৌদী রিয়াল, ২য় ০৭ দিনের মধ্যে ৫০০/- রিয়াল এবং পরবর্তী সময়ের ফ্লাইটের ক্ষেত্রে ৪০০ সৌদী রিয়াল তারিখ পরিবর্তন ফি প্রদান করে এ সেবা নিতে পারবেন। বিমানে আগত হাজীগণ ঢাকায় পৌছাবার পর ৫লিটার করে জমজমের পানি বিমানবন্দর থেকে সংগ্রহ করবেন। এবছর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যোগে ১৬৭টি প্রি-হজ্জ ফ্লাইটে সৌদী আরব গেছেন ৬২,৭৯৬ জন।

আরও পড়ুন

সর্বশেষ