রবিবার, এপ্রিল ২৮, ২০২৪
প্রচ্ছদটপআজও রাজধানীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

আজও রাজধানীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় আজও রাস্তায় নেমে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল ১০টার পর থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশের সড়কগুলোতে অবস্থান নিয়ে অবরোধ করতে শুরু করেন। ফলে গতকালের মতো মঙ্গলবারও ঢাকা অচল হয়ে যাওয়ার আশঙ্কা করছেন রাজধানীবাসী।

জানা যায়, রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থীরা র‌্যাডিসন হোটেলের সামনের রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। এর পরপরই ফার্মগেইট বাবুল টাওয়ারের সামনে স্থানীয় কয়েকটি কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিলে যান চলাচল থমকে যায়। একইসঙ্গে উত্তরা ও মিরপুর ১, ২, ১০, ১১ নম্বরের সড়কও অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা। ট্রাফিক পুলিশের অতিরিক্ত উপ কমিশনার নাজমুল আলম সাংবাদিকদের জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। কোনো গণ্ডগোল এখনও হয়নি। আমরা যান চলাচল স্বাভাবিক রাখার চেস্টা চালিয়ে যাচ্ছি। এদিকে তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) সেন্টু মিয়া জানান, সকালে বিজ্ঞান কলেজসহ বেশকিছু শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একযোগে রাস্তায় নেমে এসে ফার্মগেট মোড় অবরোধ করে রাখেন।

উল্লেখ্য, জাবালে নূর পরিবহনের একটি বাস গত রবিবার বেলা সাড়ে ১২টার দিকে বিমানবন্দর সড়কের জিল্লুর রহমান ফ্লাইওভারের গোড়ায় দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের চাপা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। ওই ঘটনায় সোমবারও কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনের এলাকায় শিক্ষার্থীরা ঢাকার বিমানবন্দর সড়কের দুই দিক অবরোধ করে কয়েক ঘণ্টা বিক্ষোভ করে। আজও তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

আরও পড়ুন

সর্বশেষ