শুক্রবার, মে ১৭, ২০২৪
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়এনসিসি ব্যাংকের লভ্যাংশ অনুমোদন

এনসিসি ব্যাংকের লভ্যাংশ অনুমোদন

NCC bank agmন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক শেয়ারহোল্ডারদের ২০১৭ সালের জন্য ১৩ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে। সোমবার রাজধানীর সেনা মালঞ্চে অনুষ্ঠিত ব্যাংকের ৩৩তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই লভ্যাংশ অনুমোদন করা হয়। ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বোর্ডের নির্বাহী কমিটির চেয়ারম্যান এস এম আবু মহসীন, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ইয়াকুব আলী মন্টু, অডিট কমিটির চেয়ারম্যান মো. আমিরুল ইসলামসহ অন্য পরিচালক এবং উল্লেখযোগ্যসংখ্যক শেয়ারহোল্ডার উপস্থিত ছিলেন। সভায় ২০১৭ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের নিরীক্ষিত হিসাব, পরিচালনা পর্ষদের প্রতিবেদন ও বহির্নিরীক্ষকদের প্রতিবেদন উত্থাপিত ও সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম সভাপতির ভাষণে ব্যাংকের ব্যাবসায়িক অগ্রগতির মূল সূচকগুলো বর্ণনা করে বলেন, পরিবেশবান্ধব টেকসই বিভিন্ন প্রকল্পে অর্থায়ন ও গ্রাহকসেবার মান বাড়ানোর মাধ্যমে এনসিসি ব্যাংক ক্রমান্বয়ে সফলতার দিকে এগিয়ে যাচ্ছে।

আরও পড়ুন

সর্বশেষ