বুধবার, মে ১৫, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনতেলের গাড়িতে ৩৬ হাজার ইয়াবা, গ্রেফতার ১

তেলের গাড়িতে ৩৬ হাজার ইয়াবা, গ্রেফতার ১

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে লোহাগাড়া উপজেলায় তেলবাহী একটি ট্যাংকারে তল্লাসি চালিয়ে ৩৬ হাজার পিস ইয়াবা জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। এসময় একজনকে গ্রেফতার করা হয়েছে। ২৮ জুলাই গভীর রাতে লোহাগাড়া উপজেলার বটতলী বাজারে এই তল্লাশি অভিযান চালানো হয়। র‌্যাবের চট্টগ্রাম জোনের সহকারি পরিচালক এএসপি মিমতানুর রহমান জানান, মেঘনা পেট্রোলিয়ামের ভাড়া করা একটি অয়েল ট্যাংকারে করে ইয়াবা পাচার করা হচ্ছিল। ট্যাংকারের ভেতরে বিশেষ কুঠুরি বানিয়ে ইয়াবাগুলো রাখা হয়েছিল।

তিনি বলেন, সরকারি প্রতিষ্ঠানের গাড়ি ভেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালাবে না ভেবেছিল মাদক পাচারকারীরা। কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে তেলবাহী গাড়িটি শহরের দিকে যাচ্ছিল। র‌্যাবের কক্সবাজারের টিম গোপন সংবাদের ভিত্তিতে সেখান থেকে পিছু নিয়ে লোহাগাড়ায় এসে তল্লাশি চালায় বলে জানান মিমতানুর। এই ঘটনার গ্রেপ্তার হওয়া ইসমাইলের (৩০) বিরুদ্ধে লোহাগাড়া থানায় মামলা করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।

আরও পড়ুন

সর্বশেষ