১৯ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় নৌযান চলাচল শুরু

বৈরী আবহাওয়ার কারণে ১৯ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। রোববার সকাল সোয়া ৭টায় থেকে লঞ্চ চলাচল শুরু হয়। পদ্মা নদীতে প্রচণ্ড বাতাসের কারণে দুর্ঘটনা এড়াতে শনিবার দুপুর ১২টা থেকে ওই রুটে লঞ্চ চলাচল বন্ধ করে কর্তৃপক্ষ। পাটুরিয়া ঘাট নৌ থানা পুলিশের ওসি আমিনুল ইসলাম জানান, বৈরী আবহাওয়ার কারণে নৌরুটে দুর্ঘটনা এড়াতে শনিবার দুপুর ১২টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে লঞ্চ বন্ধ রাখা হয়। পরে আবহাওয়া স্বাভাবিক হলে রোববার সকাল সোয়া ৭টা থেকে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়।

About bdsomoy