শনিবার, মে ১৮, ২০২৪
প্রচ্ছদইন্টারভিউবিরোধী দল ছাড়াই সংসদের শেষ অধিবেশন শুরু

বিরোধী দল ছাড়াই সংসদের শেষ অধিবেশন শুরু

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

বিরোধী দলীয় সংসদ সদস্যদের উপস্থিতি ছাড়াই শুরু হলো নবম সংসদের ১৯তম অধিবেশন। এটিই বর্তমান সরকারের শেষ অধিবেশন। আগামী ২৪ অক্টোবর পর্যন্ত এ অধিবেশন চলবে।
আগামী নির্বাচন কোন্ পদ্ধতির সরকারের অধীনে হবে- তা নিয়ে সরকারি ও বিরোধী দল যখন মুখোমুখি, যখন রাজনৈতিক সংকট নিরসনে দেশি-বিদেশী বিভিন্ন পক্ষ থেকে সংলাপের তাগিদ দেয়া হচ্ছে, ঠিক সেই মুহূর্তে শুরু হলো সংসদের এ অধিবেশন। রাজনৈতিক পর্যবেক্ষকরা এ অধিবেশনকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন। বিরোধী দল এ অধিবেশনে যোগ দেবে কি না- সে বিষয়ে এখনো খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার বিকেল ৫টা ৫ মিনিটে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। উদ্বোধনী ভাষণে স্পিকার জানান, সংবিধান অনুযায়ী আগামী বছরের ২৫ জানুয়ারি বর্তমান সংসদের পাঁচ বছর মেয়াদ পূর্ণ হবে। মেয়াদ অবসানের কারণে সংসদ ভেঙে যাবার পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। অর্থাৎ আগামী ২৫ অক্টোবর থেকে ২৪ জানুয়ারির মধ্যে যেকোনো সময়য়  সাধারণ নির্বাচন হবে বলে স্পিকার জানান।
সরকার ও বিরোদী দল সংবিধানের আলোকে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবেন বলে স্পিকার আশা প্রকাশ করেন। স্পিকার বলেন, জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে মতপার্থক্য নিরসনে সরকারি ও বিরোধী দল পদক্ষেপ নেবে বলে জাতি প্রত্যাশা করে।
স্বাগত ভাষণের পর স্পিকার চলতি অধিবেশনের জন্য সভাপতিমণ্ডলীর নাম ঘোষণা করেন। এরপর আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ কয়েকটি অধ্যাদেশ সংসদে উপস্থাপন করেন।পরে সড়ক দুর্ঘটনায় নিহত সংসদ সদস্য টুলুর ওপর আনীর শোক প্রস্তাব নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীসহ আওয়ামী লীগের সিনিয়র কয়েকজন নেতা আলোচনায় অংশ নেন। স্পিকার আগামী রোববার পর্যন্ত সংসদে অধিবেশন মুলতবী ঘোষণা করেন।

আরও পড়ুন

সর্বশেষ