সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
প্রচ্ছদদেশজুড়েঢাকা বিভাগঅসংক্রামক রোগ প্রতিরোধে সকলকে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে : হাবিবে মিল্লাত...

অসংক্রামক রোগ প্রতিরোধে সকলকে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে : হাবিবে মিল্লাত এমপি

7I6A2312এই পৃথিবীতে কেউই অপরিণত বয়সে বা প্রতিবন্ধীত্ব নিয়ে মরতে চায় না, আর একারণেই অসংক্রামক রোগ প্রতিরোধে আইপিইউ, ডব্লিউএইচও সহ সকলকে একযোগে কাজ করতে হবে” -আজ অসংক্রামক রোগ (non-communicable diseases- NCDs) সংক্রান্ত জাতিসংঘ সাধারণ পরিষদের ৩য় উচ্চ পর্যায়ের সভার প্রস্তুতি পর্বের আলোচনায় অংশ নিয়ে একথা বলেন ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) এর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা দলের সভাপতি (Chair of IPU Advisory Group on Health) ও বাংলাদেশের সংসদ সদস্য প্রফেসর ডা: মো: হাবিবে মিল্লাত। আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সদর দপ্তরে অসংক্রামক রোগ সংক্রান্ত তয় উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত হবে। এ সভার প্রস্তুতি প্রক্রিয়ার অংশ হিসেবে সাধারণ পরিষদ সংশ্লিষ্টদের পারস্পরিক মতবিনিময়ের জন্য এই আলোচনা সভার আয়োজন করে। দিনব্যাপী এই আলোচনা সভার উদ্বোধন ও সমাপ্তি পর্বে অংশ নেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি মিরোস্লাভ লাইচ্যাক। আলোচনা পর্বগুলোকে চারটি প্যানেলে ভাগ করা হয়।
অসংক্রামক রোগ প্রতিরোধের ক্ষেত্রে কার্যকারিতা বৃদ্ধি এবং এর নিয়ন্ত্রণ (Scaling up action for the prevention and control of non-communicable diseases) বিষয়ক প্যানেল আলোচনায় অংশ নেন প্রফেসর ডা: মো: হাবিবে মিল্লাত এমপি। তিনি আইপিইউ-এর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা দলের সভাপতি হিসেবে সাধারণ পরিষদ আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসংক্রামক রোগ প্রতিরোধে ‘জীবনধারার ইতিবাচক পরিবর্তন’ -এর যে আহ্বান জানিয়েছেন তা তাঁর বক্তব্যে উল্লেখ করেন এমপি হাবিবে মিল্লাত। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার দেশের পঞ্চ-বার্ষিক পরিকল্পনায় অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়েছেন মর্মেও উল্লেখ করেন তিনি। তামাক ও তামাকজাত দ্রব্যের ব্যবহার হ্রাসে এর উপর অধিকহারে শুল্ক আরোপের জন্য তিনি সকল দেশের প্রতি আহ্বান জানান এবং এক্ষেত্রে সংসদ সদস্যদের কার্যকর ভূমিকা রাখার প্রতি বিশেষ অনুরোধ জানান। অসংক্রামক রোগের চিকিৎসা আরও সাশ্রয়ী ও সহনীয় করার বিষয়ে তিনি গুরুত্বারোপ করেন। এসকল রোগ প্রতিরোধে নিয়মিত শারিরিক পরিশ্রম ও সুনিয়ন্ত্রিত খাদ্যাভাসের প্রতি সকলের দৃষ্টি আকর্ষণ করেন ডা: হাবিবে মিল্লাত এমপি।
এই প্যানেল আলোচনায় আরও অংশ নেন দ্যা গ্লোবাল ক্যাম্পপেইন ফর মেন্টাল হেলথ্ এর প্রধান নির্বাহী কর্মকর্তা মিজ্ এলিশা লন্ডন (Elisha London), ওয়েস্ট ইন্ডিজ্ বিশ্ববিদ্যালয়ের ক্রনিক রোগ গবেষণা কেন্দ্রের পরিচালক প্রফেসর আরাফিয়া স্যামুয়েলস (Alafia Samuels), ভাইটাল স্ট্রাটিজিজ্ এর সিনিয়র ভাইস্ প্রেসিডেন্ট ডা: এডাম কারপাতি (Adam Karpati) ও শ্রীলংকার জাতীয় ডায়াবেটিস সেন্টারের উপ-পরিচালক ডা: চামেরি ওয়ার্ণাপুরা(Chamari Warnapura)। প্যানেলটির মডারেটর ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার অসংক্রামক রোগ ও মানসিক স্বাস্থ্য বিষয়ক সহকারি মহা পরিচালক ডা: সিভেটলানা এক্সিলরড (Svetlana Axelrod)|
আরও পড়ুন

সর্বশেষ