শনিবার, মে ৪, ২০২৪
প্রচ্ছদটপরাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীনকে গ্রেড-১ পদে নিয়োগ

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীনকে গ্রেড-১ পদে নিয়োগ

রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় তথ্য ক্যাডারের কর্মকর্তা মো. জয়নাল আবেদীনকে গ্রেড-১ পদে নিয়োগ দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়  ৫ জুলাই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

এতে বলা হয়, বিসিএস (তথ্য-সাধারণ) ক্যাডারের কর্মকর্তা মো. জয়নাল আবেদীনকে রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় গ্রেড-১ পদে নিয়োগ করা হলো। প্রশাসনের সর্বোচ্চ ক্যাডার সচিব এবং সমমর্যাদার কর্মকর্তারা গ্রেড-১ পদে বেতন-ভাতাদি পেয়ে থাকেন। জয়নাল আবেদীন রাষ্ট্রপতির প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। গ্রেড-১ পাওয়ার পর প্রেষণে রাষ্ট্রপতির প্রেস সচিব নিয়োগ দিতে তাকে রাষ্ট্রপতির কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। আদেশে বলা হয়েছে, অবসরোত্তর ছুটি (পিআরএল) শুরুর আগে তিনি তার ক্যাডারের নিজ পদে প্রত্যাবর্তন করবেন।

আরও পড়ুন

সর্বশেষ