শনিবার, মে ৪, ২০২৪
প্রচ্ছদটপচলতি বছরের ১৪ জুলাই থেকে ১৫ আগষ্ট

চলতি বছরের ১৪ জুলাই থেকে ১৫ আগষ্ট

২০১৮ পর্যন্ত হজযাত্রীদের সৌদিআরবে নেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ১৮৭টি ফ্লাইটে ৬৩ হাজার ৬০০ জন হজযাত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যোগে সৌদি আরবে যেতে পারবেন। গত ২৭ মে ২০১৮ থেকে বিমান  আগে আসলে আগে পাবেন ভিত্তিতে হজ টিকিটি বিক্রি কার্যক্রম শুরু করে।  ৪ জুলাই ২০১৮ সন্ধ্যা ৭টা পর্যন্ত ৪৫ হাজার ৭৭৯টি টিকিট  বিক্রি সম্পন্ন হয়েছে।

২৪ জুলাই থেকে ১০ আগষ্ট ২০১৮ সময়কালের হজ ফ্লাইট সমূহের ১৬হাজার টিকিট অবিক্রিত রয়েছে।  বিমানের পক্ষ থেকে হজ এজেন্সিগুলোকে অবিলম্বে টিকিট ক্রয়ের জন্য অনুরোধ করা হচ্ছে। যাতে শেষ মুহুর্তে যাত্রীর অভাবে ফ্লাইট বাতিল করতে না হয়। কোন  সম্মানিত হজযাত্রীকে অনিশ্চয়তার সম্মুখীন  হতে না হয়। এবছরনির্ধারিত ফ্লাইটে হজযাত্রী পরিবহনে ব্যর্থ হলে সৌদিআরবে অতিরিক্ত কোনও স্লট বরাদ্দ পাওয়া যাবে না বলে জানয়েছে সৌদি আরব কর্তৃপক্ষ।

আরও পড়ুন

সর্বশেষ