মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
প্রচ্ছদদেশজুড়েঢাকা বিভাগনরসিংদীতে ডিবি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে হত্যা মামলার আসামি নিহত

নরসিংদীতে ডিবি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে হত্যা মামলার আসামি নিহত

নরসিংদীতে ডিবি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ইদ্রীস (২৮) নামে ইজিবাইক ছিনতাইকারী ও হত্যা মামলার আসামি নিহত হয়েছেন। ৩০ জুন ভোরে সদর উপজেলার মধ্য শিলমান্দী এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৯ জুন রাতে পলাশ উপজেলার ঘোড়াশাল থেকে ইদ্রিসকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর ইদ্রিস গোয়েন্দা পুলিশের কাছে নয়টি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে তাকে নিয়ে এই চক্রের আরও সদস্যকে আটক ও অস্ত্র উদ্ধারে অভিযান চালায়।

এসময় সদর উপজেলার মধ্য শিলমান্দী আব্দুল্লাহ ডাইংয়ের পাশে পৌঁছালে ইদ্রিসের সহযোগীরা তাকে ছিনিয়ে নেয়ার জন্য গোয়েন্দা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গোয়েন্দা পুলিশও তাদের লক্ষ্য করে পাল্টা গুলি ছোড়ে। এতে ইদ্রিস গুলিবিদ্ধ হন। পরে পুলিশের পাল্টা আক্রমণে ইদ্রিসের সহযোগীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গুলিবিদ্ধ অবস্থায় ইদ্রিসকে নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার শাহারিয়ার আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

সর্বশেষ