শনিবার, মে ১৮, ২০২৪
প্রচ্ছদইন্টারভিউবৃহস্পতিবার বসছে সংসদ অধিবেশন

বৃহস্পতিবার বসছে সংসদ অধিবেশন

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

জাতীয় সংসদের ১৯তম অধিবেশন বৃহস্পতিবার বিকাল ৫টায় শুরু হচ্ছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন বসবে। এরআগে বিকাল ৪ টায় কার্যউপদেস্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ নির্ধারণ করা হবে। প্রধান বিরোধীদল বিএনপি এই অধিবেশনে যোগ দিলেও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে কোনও বিল আনবে না। অন্যদিকে বিদ্যমান সংবিধান অনুযায়ীই নির্বাচন হবে বলে জানিয়েছেন সরকারি দল। ফলে সংসদের এই অধিবেশনেও বহুল আলোচিত নির্বাচন কালিন সরকার নিয়ে আলোচনার সুযোগ কম বলে অনুমান করা হচ্ছে।
সংসদ সচিবালয় জানায়, এই অধিবেশন ৫/৬ কার্যদিবস পরিচালনার প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা। পরে এটি মুলতবি করে আরো দীর্ঘায়িত করা হতে পারে। কিংবা নতুন করে আরেকটি অধিবেশন আহ্বান করা হতে পারে। তবে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের বিল আনছে না কোনো পক্ষই। সরকারি দলের নেতারা বলছেন, বিদ্যমান সংবিধান অনুযায়ীই নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্যদিকে বিএনপির নেতাদের দাবি, সংসদীয় আসনের দিক দিয়ে সংখ্যায় কম হওয়ায় তারা বিল আনবেন না। কারণ সরকারি দল কণ্ঠভোটে তা বাতিল করে দেবে। এ বিষয়ে বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেন, বিএনপি সংসদে যোগ দিলেও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের কোনো বিল আনবে না। এই বিল সরকারকেই আনকে হবে। কারণ তারা এখন সংসদে সংখ্যা গরিষ্ঠ। তারা যদি না চায় এই বিল পাস হতে পারে না।

আরও পড়ুন

সর্বশেষ