রবিবার, সেপ্টেম্বর ১৫, ২০২৪
প্রচ্ছদইন্টারভিউসিএমএম আদালতে পুলিশ কর্মকর্তার জানালায় ৪ ককটেল

সিএমএম আদালতে পুলিশ কর্মকর্তার জানালায় ৪ ককটেল

cmm-courtঢাকা সিএমএম আদালতের নিচের অপরাধ তথ্য ও প্রসিকিউশন বিভাগের এক পুলিশ কর্মকর্তার জানালার বাইরে থেকে চারটি ককটেল উদ্ধার করেছে কোতোয়ালী থানা পুলিশ। বুধবার সকাল ৮টার দিকে বিভাগীয় সহ কমিশনার মিরাশ উদ্দিনের কক্ষের জানালার বাইরের অংশের উপরে রাখা এই চারটি ককটেল উদ্ধার করে কোতোয়ালী থানা পুলিশ। মিরাশ উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বিডিসময় টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার জানালার বাইরের অংশে লাল টেপ পেঁচানো চারটি ককটেল সদৃশ বস্তু দেখা যায়। পরে কোতোয়ালী থানা পুলিশের এস আই সামছুল হক এগুলো উদ্ধার করে বালতি ভর্তি পানিতে করে থানায় নিয়ে ‍যান।”

এ বিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবি সিদ্দিককে জিজ্ঞাসা করলে বলেন,  বিষয়টি তার জানা নেই।

আরও পড়ুন

সর্বশেষ