শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
প্রচ্ছদটপজাতীয় স্মৃতিসৌধে নব নিযুক্ত বিচরপতিদের শ্রদ্ধা

জাতীয় স্মৃতিসৌধে নব নিযুক্ত বিচরপতিদের শ্রদ্ধা

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে সদস্য নিয়োগ পাওয়া নতুন ১৮ জন বিচারপতি সাভার জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন । ৬ জুন বেলা ১১ টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে সড়ক পথে ১৮ জন বিচারপতি এসে পৌঁছলে তাদেরকে ফুল দিয়ে স্বাগত জানান ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান।

পরে নবনিযুক্ত বিচারপতি মো. আবু আহমেদ জমাদার এর নেতৃত্বে ১৮ জন বিচারপতি জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় তারা শহীদদের স্বরণে এক মিনিট নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে ১৮ জন বিচারপতি পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে বিচারপতি আবু আহমেদ জমাদার বলেন,আমাদের একটাই লক্ষ্য বিচার কাজকে গতিশীল করার লক্ষ্যে আমরা কাজ করে যাব। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার একটা বড় মাইল ফলক হবে আইনের শাসন সুদীর্ঘ করাই হবে আমাদের কাজ।

নবনিযুক্ত বিচারপতি মো. আবু আহমেদ জমাদার, বিচারপতি এস এম আব্দুল মবিন, বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান, বিচারপতি ফাতেমা নজীব, বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা, বিচারপতি এস এম কুদ্দুস জামান, বিচারপতি মো. আতোয়ার রহমান, বিচারপতি খিজির হায়াত, বিচারপতি এস এম মনিরুজ্জামান, বিচারপতি শশাংক শেখর সরকার, বিচারপতি মোহাম্মদ আলী, বিচারপতি মহি উদ্দিন শামীম, বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খান, বিচারপতি মো. খায়রুল আলম, বিচারপতি আহমেদ সোহেল, বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীর, বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান ও বিচারপতি ড. কে এম হাফিজুল আলম।

এ সময় সাভার জাতীয় স্মৃতিসৌধে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শেখ রাসেল হাসান,সাভার গর্ণপূত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান,ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার সাঈদুর রহমানসহ অনান্যরা।

আরও পড়ুন

সর্বশেষ