নাহিদ উল আলম, চবি প্রতিনিধিঃ এক দোকানিকে কোপানো ও সাংবাদিক লাঞ্ছিত করায় ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই নেতাকর্মীকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে এরা হলেন- চবি ছাত্রলীগের সহ-সম্পাদক মিজানুর রহমান মিনু ও কর্মী সাখাওয়াত হোসেন আদর। মঙ্গলবার দুপুরে চবি ছাত্রলীগের এক জরুরি বৈঠকে তাদের বহিষ্কারের সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন চবি ছাত্রলীগের সভাপতি মামুনুল হক।
মামুনুল বিডিসময় টোয়েন্টিফোর ডটকমকে জানান, সংগঠন ও নীতিবিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকায় মিজানুরকে চার মাস এবং সাখাওয়াতকে দুমাসের জন্য সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার রাতে ক্যাম্পাসের জিয়া ফটোস্ট্যাটের মালিক মো. জিয়াউর রহমানের কাছে প্রতিমাসে পাঁচ হাজার টাকা করে চাঁদা দাবি করে মিজানুর। চাঁদা দিকে অস্বীকৃতি জানালে জিয়াউরকে ছুরি দিয়ে মাথায় আঘাত করে মিনু। অন্যদিকে শাটল ট্রেনে বসা নেয় চবি সাংবাদিক সমিতির সভাপতি ও দৈনিক যায়যায়দিন পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি খন্দকার হেদায়েত উল্লাহ পলাশকে লাঞ্ছিত করে সাখাওয়াত