রবিবার, মে ৫, ২০২৪
প্রচ্ছদজাতীয়গাজীপুর সিটির নির্বাচন ২৬ জুন

গাজীপুর সিটির নির্বাচন ২৬ জুন

স্থগিত হয়ে যাওয়া গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের নতুন সূচি ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। সূচি অনুযায়ী ২৬ জুন এ নির্বাচনের ভোটগ্রহণ হবে। ১৩ মে বিকেলে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমদ এ কথা জানান। ইসি সচিব আরো বলেন, ১৮ জুন থেকে প্রচারকাজ চালানো যাবে। এর আগে কোনো ধরনের প্রচারকাজ চালানো যাবে না। নির্বাচনের দিন অর্থাৎ ২৪ জুন রাত ১২টা পর্যন্ত পর্যন্ত প্রচারণা করতে পারবেন প্রার্থীরা। হাইকোর্টের স্থগিতাদেশ তুলে দিয়ে ২৮ জুনের মধ্যে ভোটগ্রহণের নির্দেশনা দিলে ইসি রোববার বিকেল ৩টা থেকে বৈঠক করে। প্রায় সোয়া ঘণ্টা বৈঠকের পর সাংবাদিকদের নির্বাচনের নতুন তারিখ বিষয়ে জানান ইসি সচিব। আগের তফসিল অনুযায়ী ১৫ মে গাজীপুর সিটিতে ভোট হওয়ার কথা ছিল। কিন্তু সীমানা সংক্রান্ত জটিলতায় একটি রিট আবেদনের প্রেক্ষিতে তিন মাসের জন্য এ সিটিতে নির্বাচন স্থগিতের নির্দেশ দেন হাইকোট। পরে এ আদেশের বিরুদ্ধে ইসিসহ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী বিএনপি ও আওয়ামী লীগের প্রার্থী আপিল করেন। শুনানি শেষে ওই আদেশ বাতিল ঘোষণা করে ২৮ জুনের মধ্যে  নির্বাচন অনুষ্ঠানের নির্দেশনা দেওয়া হয়।

আরও পড়ুন

সর্বশেষ