শনিবার, মে ১৮, ২০২৪
প্রচ্ছদটপভয়াবহ ধুলোঝড়ে রাজস্থানে ১৮, উত্তর প্রদেশে ৪০ জনের প্রাণহানি

ভয়াবহ ধুলোঝড়ে রাজস্থানে ১৮, উত্তর প্রদেশে ৪০ জনের প্রাণহানি

টানা বৃষ্টিপাতের পর ঝড়ে ভারতের উত্তর প্রদেশের পশ্চিমাঞ্চলে অন্তত ৪০ জনের প্রাণহানি হয়েছে। ৩ মে সকালে এ ঝড় আঘাত হানে বলে জানাচ্ছে ভারতের সংবাদমাধ্যমগুলো। ৪০ জনের মধ্যে অধিকাংশের মৃত্যু হয়েছে ঘুমন্ত অবস্থায়। বৃষ্টির পর ঝড়ে নাজুক ঘরের ছাদ ও চাল ধসে তাদের মৃত্যু হয়। নিহতদের মধ্যে ভারতপুরের ১২ জন, আলওয়ারের ৪ জন, ধলপুরের ১১ জন এবং ঝুনঝুনু ও বিকানারের একজন করে রয়েছে।

রাজস্থানে ভয়াবহ ধুলোঝড়ে অন্তত ১৮ জনের প্রাণহানি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক বসতবাড়ি ও স্থাপনা। ২ মে রাতে রাজ্যের আলবার, ভারতপুর ও ধলপুর জেলায় এ ধুলোঝড় আঘাত হানে। ঝড়ে এসব জেলার অনেক এলাকায় গাছ-গাছালি ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে গেছে।

আরও পড়ুন

সর্বশেষ