শুক্রবার, মে ১৭, ২০২৪
প্রচ্ছদআরো খবর......উচ্চশিক্ষার গুণগতমান বাড়াতে সাদার্নে পিয়ার রিভিউ

উচ্চশিক্ষার গুণগতমান বাড়াতে সাদার্নে পিয়ার রিভিউ

সাদার্ন ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স বিভাগের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসিউরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে উচ্চশিক্ষার গুণগতমান বৃদ্ধির লক্ষে ৩ দিনব্যাপী পিয়ার রিভিউ (পিআর) কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বিশ্বব্যাংকের অর্থায়নে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন পরিচালিত হাইয়ার এডুকেশন কোয়ালিটি এনহেনসমেন্ট প্রজেক্টের (হেকেপ) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসিউরেন্স সেলের আওতায় উচ্চশিক্ষার গুণগতমান বৃদ্ধির লক্ষে বিভিন্ন বিভাগে এ কার্যক্রম চলছে। পিয়ার রিভিউ কার্যক্রম শনিবার (০৭ এপ্রিল) থেকে শুরু হয়ে সোমবার শেষ হয়েছে। বিভিন্ন্ প্রতিষ্ঠান থেকে আগত পিয়ার রিভিউ কমিটির সদস্যরা সাদার্ন ইউনিভার্সিটির কাজে সন্তোষ প্রকাশ করেন এবং বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন।

কম্পিউটার সায়েন্স বিভাগে বিদেশি বিশেষজ্ঞসহ পিয়ার রিভিউ কমিটির সদস্যরা হলেন-ভারতের কুরুক্ষেত্র ইউনিভার্সিটির লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. আজমির সিং মালিক, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সাইন্সেস ইউনিভার্সিটির আইকিউসি’র পরিচালক অধ্যাপক ড. এ কে এম সাইফুদ্দীন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ অছিয়র রহমান।

পরে পিআর সদস্যবৃন্দ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল মোস্তফা, উদ্যোক্তা  ও প্রতিষ্ঠাতা প্রফেসর সরওয়ার জাহান, প্রো-ভিসি অধ্যাপক ইঞ্জিনিয়ার এম আলী আশরাফ, আইকিউএসি’র পরিচালক প্রফেসর এজেএম নুরুদ্দীন চৌধুরী, ডিন, রেজিস্ট্রার ও বিভাগীয় শিক্ষকদের সাথে মিলিত হন। তিন দিনব্যাপী পিয়ার রিভিউতে এসএ রিপোর্ট উপস্থাপন, স্থায়ী ক্যাম্পাস পরিদর্শন, এসএ কমিটির সদস্য, ডিন, বর্তমান শিক্ষার্থী, এলামনাই, কর্মকর্তা, কর্মচারী, একাডেমিক ও নন একাডেমিক স্টাফদের সাথে আলোচনা সভাসহ বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

সর্বশেষ