বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনপ্রধানমন্ত্রীর অপেক্ষা হাজার হাজার মানুষ

প্রধানমন্ত্রীর অপেক্ষা হাজার হাজার মানুষ

কাঠফাটা রোদ। ভ্যাপসা গরম। ঘেমে নেয়ে একাকার নানা বয়সী হাজারো মানুষ। তরুণদের সংখ্যাই বেশি, কম নন নারী ও মুক্তিযোদ্ধারাও। প্রধানমন্ত্রীর জনসভায় ঢোকার অপেক্ষা তাদের। ২১ মার্চ বেলা ১১টায় পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠের সামনের চিত্র এটি। এ সময় মাঠের ভেতর ডগ স্কোয়াড, মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, তল্লাশি সম্পন্ন হলেই মানুষকে জনসভার মাঠে ঢুকতে দেওয়া হবে। ৭০ বছরের বৃদ্ধ সৈয়দ মোজাম্মেল নূর সিদ্দিকী। পটিয়ার ৫ নম্বর হাবিলাসদ্বীপ ইউনিয়নের এই বাসিন্দা বললেন, সকাল সাতটায় মাঠের সামনে বসে আছি। ইচ্ছে আছে যতটা পারি সামনে যাওয়ার। দেড় যুগ পর বঙ্গবন্ধু কন্যা আসছেন পটিয়ায়। নিজের চোখে নেত্রীকে দেখতে চাই।

জনসভায় আসা মানুষের তৃষ্ণা নিবারণে চট্টলবীর খ্যাত এবিএম মহিউদ্দিন চৌধুরীর পরিবার, চট্টগ্রাম সিটি করপোরেশন, চট্টগ্রাম ওয়াসা মিনি ট্রাক, রিকশাভ্যানে শরবত ও পানি সরবরাহ করছে। বেলা দুইটায় দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভার আনুষ্ঠানিকতা শুরু হবে।

আরও পড়ুন

সর্বশেষ