রবিবার, সেপ্টেম্বর ১৫, ২০২৪
প্রচ্ছদবিনোদন সময়প্রবলেম সিলিব্রিটির প্রবলেম

প্রবলেম সিলিব্রিটির প্রবলেম

1369738653.হলিউডের প্রবলেম সিলিব্রিটি লিন্ডসে পুনর্বাসন চিকিৎসা নিতে এসে নানামুখি প্রবলেমের শিকার হচ্ছেন। চিকিৎসাটি প্রতিনিয়ত তার জন্য আরও বেশি জটিল হয়ে উঠলেও তিনি চিকিৎসা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসকে।  ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস খবর প্রকাশ করেছে, ক্যালিফোর্নিয়ার বেটি ফোর্ড ক্লিনিকের বিভিন্ন কার্যক্রমে আগ্রহের সঙ্গে অংশগ্রহণ করছেন তিনি। ‘টিএমজি’ জানিয়েছে, লিন্ডসে তার ‘কাউন্সেলিং’ সেশনগুলোতে নিয়মিত অংশগ্রহণ করছেন। এক সূত্র জানিয়েছে, লিন্ডসে এই কাউন্সেলিং সেশনগুলোতে শুধুমাত্র অংশই নিচ্ছেন না, তিনি এর মধ্যে থেকে কী কী শিখলেন সেই বিষয়ে বন্ধুদের সঙ্গে আলাপ-আলোচনাও করছেন।

আরও পড়ুন

সর্বশেষ