শনিবার, মে ১৮, ২০২৪
প্রচ্ছদখেলার সময় সাফ ফুটবল: বাংলাদেশ-ভারত মুখোমুখি আজ

সাফ ফুটবল: বাংলাদেশ-ভারত মুখোমুখি আজ

স্পোর্টস ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)

সাফ ফুটবলে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে মঙ্গলবার আবার মাঠে নামছে বাংলাদেশ। প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে ২-০ গোলের হার দিয়ে টুর্নামেন্ট শুরু করায় আজকের ম্যাচে বাংলাদেশের সামনে জয়ের কোন বিকল্প নেই। ভারতের বিপক্ষে ম্যাচে হারলেই এবারের সাফ ফুটবল থেকে বাংলাদেশের ছিটকে পড়ার সম্ভাবনা প্রবল। তাই টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে সাফে টিকতে চায় লোডভিক ডি ক্রুইফের শিষ্যরা।

ভারতের বিপক্ষে ম্যাচ সম্পর্কে বাংলাদেশ কোচ ক্রুইফ বলেন, ‘আমাদের সামনে এখন জয়ের কোন বিকল্প নেই। তাই শুধুমাত্র নিজেদের খেলাটা নিয়েই ভাবছি আমরা। প্রতিপক্ষ নিয়ে ভাবতে চাই না। যে কোনও মূল্যে হোক আমরা শুধু ভারতকে হারাতে চাই।’

তবে ভারতের বিপক্ষে জিততে পারাটা সহজ হবে না উল্লেখ করে ক্রুইফ বলেন, দক্ষিণ এশিয়ায় ভারত অনেক শক্তিশালী একটা দল, তাদেরকে হারানো কঠিন কিন্তু আমরা কঠিন কাজটা করে দেখাতে চাই।

এদিকে চোট সমস্যার কারণে বাংলাদেশ আজকের খেলায়ও মিস করবে নিয়মিত অধিনায়ক মামুনুল হককে। তবে মিডফিল্ডার জুয়েল রানা ও প্রাণতোষের খেলার সম্ভাবনা রয়েছে আজকের ম্যাচে।

আরও পড়ুন

সর্বশেষ