রবিবার, মে ৫, ২০২৪
প্রচ্ছদজাতীয়কালকিনিতে হত্যা মামলায় ৩ জনের ফাঁসি

কালকিনিতে হত্যা মামলায় ৩ জনের ফাঁসি

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

মাদারীপুরের চাঞ্চল্যকর হাফিজুর অপহরণ ও হত্যা মামলায় তিনজনের ফাঁসির রায় দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বিমল চন্দ্র সিকদার এ রায় দেন। রায়ে তাদের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার কথা বলা হয়।

মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্তরা হলেন-জেলার কালকিনি উপজেলার শিকারমঙ্গল গ্রামের নজরুল চৌকিদার  (২৫), মান্নান চৌকিদার  (২৮) ও দিদার চৌকিদার (৩৮)। এদের মধ্যে নজরুল চৌকিদার পলাতক রয়েছেন।

মাদারীপুরের পাবলিক প্রসিকিউটর (পিপি) সুজিত চ্যাটার্জি বাপ্পী জানান, ২০০৬ সালের ৯ অক্টোবর উপজেলার পশ্চিম শিকারমঙ্গল গ্রামের জয়নাল আবেদীনের ছেলে হাফিজুর রহমান (২৫) নিখোঁজ হন। পরদিন বরিশালের গৌরনদী উপজেলার কসবা গ্রামে আড়িয়াল খাঁ নদীর চরে তার হাত-পা বাঁধা ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়। পরে ওই বছরের ১২ অক্টোবর কালকিনি থানায় তিনজনের নাম উল্লেখ করে একটি অপহরণ ও হত্যা মামলা করা হয়।

দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় মঙ্গলবার আদালত তাদের মৃত্যুদণ্ডাদেশ দেন।

রায়ে সন্তোষ প্রকাশ করে নিহতের বড় ভাই আল-আমীন জানান, এলাকার একটি চুরির ঘটনায় এ তিনজনের বিরুদ্ধে হাফিজ সাক্ষ্য দিয়েছিলেন। এরপরই তাকে অপহরণ করে হত্যা করেন তারা। এই রায়ের মধ্য দিয়ে একটি হত্যার সঠিক বিচার করা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ